ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

ইটনায় এবার খাদ্যবান্ধবের ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
১৯ এপ্রিল ২০২৫, শনিবার
mzamin

ইটনায় ওসি’র জিলাপি চাওয়ার কল রেকর্ড ফাঁসের ঘটনার রেশ কাটতে না কাটতেই খাদ্যবান্ধব কমর্সূচির ডিলার নিয়োগের জন্য এলআর বাবদ এক লাখ টাকা ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস হয়েছে। এই ঘুষের টাকা না দেয়ায় লাইসেন্সপ্রত্যাশী ওই ব্যক্তি ডিলার হতে পারেননি। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সিরাজুল ইসলাম ভূঁইয়া’ নামে একজনের আইডি থেকে কল রেকর্ডটি ছাড়ার পর সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপর বিষয়টি নিয়ে জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। রাত ৮টা ২৫মিনিটে ফেসবুকে ছাড়া কল রেকর্ডটি শেয়ার দিয়ে সিরাজুল ইসলাম ভূঁইয়া লিখেন, “ইটনা উপজেলা সাবেক ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও বর্তমান এসিল্যান্ড আবু বক্কর সিদ্দিকের আপাদমস্তক কুকর্ম: চালের ডিলার, তারুণ্যের মেলা ও বিভিন্ন ইজারার প্রলোভন দেখিয়ে দুই চামচা পটোল ও ফরহাদের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এর একটা কল রেকর্ড নিম্নে উপস্থাপন করা হলো। অতিদ্রুত দুর্নীতিবাজ সাবেক ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকসহ তার সহযোগীদের তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি।”
জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক গত বছরের ২০ নভেম্বর ইটনা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব নেন। গত ১৫ই এপ্রিল সেখানে উপজেলা নির্বাহী অফিসার যোগদানের আগ পর্যন্ত প্রায় ৫ মাস আবু বক্কর সিদ্দিক ভারপ্রাপ্ত হিসেবে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেন। তার দায়িত্ব পালনকালে গত ১৩ই ফেব্রুয়ারি উপজেলার ৯টি ইউনিয়নের ১৮টি বিক্রয় কেন্দ্রে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে চাল বিক্রয় কার্যক্রম পরিচালনার জন্য মোট ১৮জন খাদ্যবান্ধব ডিলার নিয়োগ দেয়ার বিজ্ঞপ্তি দেয়া হয়।
এদিকে ফাঁস হওয়া কল রেকর্ডটির এক প্রান্তে উপজেলা প্রশাসনের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. ফজলুর রহমান পটোল ও অপর প্রান্তে মিজানুর রহমান মজনু নামে একজন ডিলার লাইসেন্সপ্রত্যাশী রয়েছেন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। ফাঁস হওয়া ৫ মিনিট ৯ সেকেন্ডের কল রেকর্ডে উপজেলা প্রশাসনের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. ফজলুর রহমান পটোলকে বলতে শোনা যায়, “এখন মেসেজটা দেয়ার লাইগাই ফোন দিছিলাম। লাইসেন্সটা এই সপ্তাহে ফাইনাল অইবো বিষ্যুদবারের মধ্যে প্রকাশ অইবো। বুঝতেই তো আছেন, খুব কম্পিটিশান চলছে, বিভিন্ন ভাবে। এহন আপনের এইটা তো আমরা গেছিলাম সরজমিন, আপনের সঙ্গে একটা পরিচিতিও আছে। কিভাবে সহযোগিতা করা যায়, যতটুক করতে পারি। এখন অফিসকে একটা এলআর বলছিলাম না! একটা এলআর দিতে হবে। আপনে দিতেও রাজি আছেন বলছিলেন-হ্যাঁ ঠিক আছে জানায়েন। এহন এক লাখ টাকা এলআর অফিসকে এলআর বাবদ এক লাখ টাকা দিতে হবে আর কি।” ফোনের অপর প্রান্ত থেকে এলআর দিতে সম্মতি জানানোর পর উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. ফজলুর রহমান পটোল বলেন, “কিন্তু এইটা কালকের মধ্যে পেইড কইরা দিতে অইবো। কালকে সন্ধ্যা।” তখন লাইসেন্সপ্রত্যাশী বলেন, “কালকের মধ্যে তো ঝামেলা।” তখন ফজলুর রহমান আরেকজন লাইসেন্সপ্রত্যাশীর নাম উল্লেখ করে বলেন, “সুধীর চৌধুরী তো কিছু বলে নাই। পরে তো সে আউট অইয়া যাইবো গা।” ফাঁস হওয়া ফোনালাপটির কথোপকথন শুনে ধারণা করা যায়, এটি গত ২৫শে মার্চ রাতের। ফোনের অপর প্রান্তে থাকা মিজানুর রহমান মজনু উপজেলার রায়টুটী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক। তিনিও এটি ২৫শে মার্চ রাতের ফোনালাপ বলে নিশ্চিত করেছেন। মিজানুর রহমান মজনু বলেন, মো. ফজলুর রহমান পটোল ভারপ্রাপ্ত ইউএনও’র মেসেজের কথা বলে লাইসেন্সের জন্য এক লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন। অডিও রেকর্ডটি যে কেউ শুনলেই বিষয়টি বুঝতে পারবেন। উনার চাহিদামাফিক আমি ২৬শে মার্চে ঘুষের এক লাখ টাকা দিতে পারিনি। এর ফলে ২৭শে মার্চ ডিলারের তালিকায় আমার নাম রাখা হয়নি। তবে অডিও রেকর্ডের বিষয়ে উপজেলা প্রশাসনের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. ফজলুর রহমান পটোল বলেন, “রেকর্ডটি শুনেছি। এটি সম্পূর্ণ এডিট করা। এ ধরনের কোনো কথা কারও সঙ্গে হয়নি।  প্রশাসনের বিরুদ্ধে এটি একটি চক্রান্ত।” এ ব্যাপারে সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, বিষয়টি আমার নজরে আসেনি। এ ব্যাপারে কোনো অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status