বাংলারজমিন
রূপগঞ্জে মাদকবিরোধী প্রতিবাদ মিছিল
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
১৯ এপ্রিল ২০২৫, শনিবারমাদকের আখড়া হিসেবে পরিচিত রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে মাদকবিরোধী প্রতিবাদ মিছিল করেছে ইউনিয়ন যুবদল। শুক্রবার বিকালে পুনর্বাসন কেন্দ্রের ৩নং ওয়ার্ড এলাকায় তারা এই কর্মসূচি পালন করেন। ইউনিয়ন যুবদল নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহজাহান মিয়ার নেতৃত্বে ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবদল নেতা রুবেল মাসুদ, শামীম, সোহাগ, সুমনসহ আরও অনেকে। এ সময় তারা মাদক কারবারিদের হুঁশিয়ার করে বলেন, আজকের পর চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের কোথাও মাদক বিক্রির চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে যুবদল নেতাকর্মীরা।