বাংলারজমিন
চৌগাছায় গৃহবধূকে কুপিয়ে হত্যা
চৌগাছা (যশোর) প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারযশোরের চৌগাছায় রিক্তা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সকালে উপজেলার সদর ইউনিয়নের মশ্যমপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত রিক্তা মশ্যমপুর গ্রামের রোকনুজ্জামানের দ্বিতীয় স্ত্রী। এ ঘটনার পর থেকে তার স্বামী রোকনুজ্জামান, রোকনুজ্জামানের বড় স্ত্রী বিলকিস বেগম এবং তার সন্তানরা পলাতক রয়েছে। স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী গদাধারপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আজিজুর রহমানের স্ত্রী ছিল রিক্তা বেগম। সেখানে তার ১ ছেলে ও ২ মেয়ে সন্তান রয়েছে। ৬ মাস পূর্বে ৪ সন্তানের পিতা ট্রাকচালক রোকনুজ্জামানের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে বিয়ে করেন তিনি। বিয়ের পরে রোকন, দুই স্ত্রী ও সন্তানদের নিয়ে একসঙ্গে সংসার করছিলেন।
রোকনের চার ছেলের মধ্যে বড় ছেলে সিঙ্গাপুর প্রবাসী। রোকনের দ্বিতীয় স্ত্রীর জন্য একটি পৃথক বাড়ি নির্মাণকাজও চলছে।
ঘটনার দিন সকালে বাড়ির সকলে যার যার কাজে বের হয়ে যায়। বেলা ৯টার দিকে একজন প্রতিবেশী তাদের বাড়িতে গিয়ে দেখেন তাদের বসতঘরের বারান্দায় রিক্তার রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। তার পাশেই তার গোসলের ভিজা কাপড়ও পড়ে থাকতে দেখেন তারা। এ সময় তার চিৎকারে অন্যরা এগিয়ে এসে পুলিশের খবর দেয়। খবর পেয়ে চৌগাছা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনার তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করতে পুলিশ ও পিবিআই যৌথভাবে কাজ করছে। উল্লেখ্য, ২০০১ সালে রোকনুজ্জামানের পিতা বশির উদ্দীনও খুন হন।