বাংলারজমিন
চন্দনাইশে তরুণীকে ‘ধর্ষণের পর হত্যা’
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারচট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানাবাড়িতে বেড়াতে আসা আরজু আকতার (২০) নামে এক তরুণীকে ‘ধষর্ণের পর হত্যার’ অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের নানা-নানিকে গলাকেটে হত্যার চেষ্টা করে ওই যুবক। মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার দক্ষিণ গাছবাড়িয়া নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরজু উপজেলার সওদাগরপাড়া এলাকার আনোয়ার হোসেনের মেয়ে এবং পটিয়া সরকারি কলেজের ছাত্রী ছিলেন। অভিযুক্ত যুবক নাজিম উদ্দীন (২৮) ভুক্তভোগী তরুণীর মায়ের খালাতো ভাই ও সাতকানিয়ার খাগরিয়া মুন্সিবাড়ি এলাকার মরহুম সৈয়দ আহমদের ছেলে। পুলিশ জানায়, ৩-৪ দিন আগে আরজু তার নানাবাড়িতে বেড়াতে আসেন। রাত আনুমানিক ২টার দিকে বাথরুমে যাওয়ার সময় নাজিম তাকে ধষর্ণ করে হত্যার পর বাথরুমে ফেলে রাখে। সেখানে তার নানা-নানি ছুটে এলে তাদেরকেও ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায় সে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎিসকরা। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। চন্দনাইশ থানার ওসি নুরুজ্জামান বলনে, ‘রাত আনুমানিক ৩টার দিকে এক সিএনজিচালক থানায় এসে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়।’ অভিযুক্ত ওই যুবক পলাতক রয়েছে বলে জানান ওসি।