খেলা
ফারজানা-শারমিনের জুটিতে দলীয় শতক বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৪ অপরাহ্ন

আগে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে ধাক্কা খায় বাংলাদেশ। ফানিতা মায়ার বলে ক্যাচ তুলে দিয়ে ব্যক্তিগত ৮ রানে আউট হন ইশমা তানজিম। দ্বিতীয় উইকেটে ফারহজানা হক ও শারমিন আক্তারের দায়িত্বশীল ব্যাটিংয়ে দলীয় শতক পার করল টাইগ্রেসরা। ২৪ ওভার শেষে ১ উইকেটে ১০৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশের মেয়েরা। ব্যক্তিগত ৩৮ রানে অপরাজিত ফারজানা ও ৫১ রান এসেছে শারমিনের ব্যাট থেকে।
থাইল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
নারী বিশ্বকাপ বাছাইপর্বের নিজেদের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করছে বাংলাদেশ। আজ লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে নামার আগে ফুরফুরে মেজাজে কাটিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচে বড় জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে ৫ উইকেটের জয়ের পর পাকিস্তান ‘এ’ দলকে ১৬৭ রানের বিশাল ব্যবধানে হারায় নিগার সুলতানা জ্যোতিরা।
বাংলাদেশ একাদশ: ইশমা তানজিম, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সুবহানা মুস্তারি, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, জান্নাতুল ফেরদৌস, মারুফা আক্তার।