খেলা
পিছিয়ে পড়েও অ্যাস্টন ভিলাকে হারিয়ে সেমির পথে পিএসজি
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১২:২৮ অপরাহ্ন

চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) আর অ্যাস্টন ভিলার ম্যাচটি একপেশেই হয়েছে। ঘরের মাঠে প্রথম লেগে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলে জয় তুলে নিয়েছে পিএসজি। তবে স্বাগতিকরা একেরপর এক গোলের সুযোগ হাতছাড়া না করলে ব্যবধানটা আরও বাড়তে পারত। এক্ষেত্রে বারবার দেয়াল তুলে দিয়ে বাঁচিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ।
যদিও এতসব প্রচেষ্টা বৃথাই গিয়েছে অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলকিপারের। পার্ক দে প্রিন্সেসে গোল অভিমুখে এদিন গুনে গুনে ২৯টি শট নেয় স্বাগতিকরা, যার মধ্যে লক্ষ্যে থাকে ১০টি। বিপরীতে সফরকারীদের ৭টির মধ্যে লক্ষ্যে ছিল কেবল ২টি শট। পুরো ম্যাচ জুড়ে ৭৬ শতাংশ বল নিজেদের দখলে রাখা পিএসজি আধিপত্য বিস্তার করে শুরু থেকেই। একেরপর এক আক্রমণ শানিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। এর মধ্যে ৩৫তম মিনিটে প্রতি আক্রমণে এগিয়ে যায় ভিলা। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি লুইস এনরিকের ছেলেদের। চার মিনিটের ব্যবধানে সমতাসূচক গোলটি করেন দেসিরে দোয়ে। ১-১ গোলে বিরতি মাঠে থেকে ফিরেও দাপট দেখাতে থাকে পিএসজি। ৪৯তম মিনিটে এগিয়ে যায় ফরাসি লীগের চলতি মৌসুমের চ্যাম্পিয়নরা। জোরাল শটে লক্ষ্যভেদ করেন ‘নতুন ম্যারাডোনা’ ক্ষ্যাত খিচা কাভারেস্কিয়া। এরপর নির্ধারিত সময় পর্যন্ত মার্টিনেজ ও পিএসজি গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুমাকে টপকাতে পারেনি দুই প্রতিপক্ষ দল। তবে যোগ করা তৃতীয় মিনিটে আরেকটি গোল হজম করে সফরকারীরা। পিএসজির হয়ে শেষ গোলটি করেন নুনো মেন্দেস। ৩-১ গোলে জয় তুলে নেয় স্বাগতিকরা। অ্যাস্টন ভিলার মাঠে ফিরতি লেগ আগামী ১৫ই এপ্রিল রাতে।