ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

নিউজিল্যান্ডের বর্ষসেরা ম্যাট হেনরি ও অ্যামেলিয়া কের

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৩:০৭ অপরাহ্ন

mzamin

বল হাতে দুর্দান্ত মৌসুম কাটানোর পুরস্কারটা পেয়ে গেলেন ম্যাট হেনরি। নিউজিল্যান্ডের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হিসেবে ‘স্যার রিচার্ড হ্যাডলি পদক’ জিতেছেন এই ডানহাতি পেসার। টানা তৃতীয়বারের মতো কিউইদের নারী বর্ষসেরা ক্রিকেটারের খেতাব ‘ডেবি হকলি পদক’ জিতেছেন অ্যামেলিয়া কের।
নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডস দেয়া হয় বুধবার রাতে। এ নিয়ে ছয় বছর ভিন্ন ছয় ক্রিকেটার পেলেন দেশের বর্ষসেরা ক্রিকেটারের খেতাব। এর আগে ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত এ পুরস্কার জেতেন যথাক্রমে রস টেইলর, কেইন উইলিয়ামসন, টিম সাউদি, ড্যারিল মিচেল ও রাচিন রবীন্দ্র। হেডলি পদক জেতা হেনরির হাতে ওঠে বর্ষসেরা টেস্ট আর ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও। মৌসুমে পাঁচ টেস্টে ২০.০৮ গড়ে ২৫ উইকেট নেন এই ব্ল্যাক ক্যাপ পেসার। ওয়ানডেতে ১৫.৫০ গড়ে তুলে নেন ২৪ উইকেট। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের ফাইনাল খেলার পথে তার বড় অবদান ছিল। ছেলেদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার পান জ্যাকব ডাফি। এই সংস্করণে মৌসুমে ৯.৭১ গড়ে নেন ২১ উইকেট নেন ডানহাতি পেসার। সদ্য নিজেদের মাটিতে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ে বড় অবদান রেখেছেন ডাফি। পাঁচ ম্যাচে তার শিকার ১৩ উইকেট। এরপরই বড় স্বীকৃতি পান এই দীর্ঘদেহী পেসার। বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র্যা ঙ্কিংয়ে সেরা বোলার তিনিই। প্রথম শ্রেনির ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্মেন্স করে ‘রেডপাথ কাপ’ জেতেন কিউইদের অভিজ্ঞ ক্রিকেটার কেইন উইলিয়ামসন। মৌসুমে ৩ টেস্ট খেলে ৬৫.৮৩ গড়ে সাকুল্যে করেন ৩৯৫ রান। একটি সেঞ্চুরির সঙ্গে রয়েছে দু’টি ফিফটিও। অন্যদিকে মেয়েদের প্রায় সব পুরস্কারই জিতেছেন অ্যামেলিয়া। হকলি পদক ছাড়াও বর্ষসেরা ওয়ানডে, টি-টোয়েন্টি এমনকি উইমেন’স সুপার স্ম্যাশ প্লেয়ারের সম্মাননাও ওঠে তারই হাতে। এর আগে আইসিসি’র বর্ষসেরা নারী ক্রিকেটারের অ্যাওয়ার্ডও জেতেন অ্যামেলিয়া। গত মৌসুমে নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডেতে ১৪ উইকেট নেন তিনি। উইমেন’স সুপার স্ম্যাশ জয়ে ওয়েলিংটন ব্লেজকে নেতৃত্ব দেন এই তারকা অলরাউন্ডার। আসরে ৪৪১ রানের সঙ্গে হাত ঘুরিয়ে ১৫ উইকেটও তুলে নেন তিনি। 
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status