বাংলারজমিন
রামগঞ্জে তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৫, শুক্রবারলক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৪ নম্বর ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ও ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবকদলের এক নেতা ও যুবদলের একজন নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকাস্থ গাজীপুর জেলার কালীগঞ্জ থানার পূর্বাচল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার ৪ নম্বর ইছাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি প্রার্থী সাগর হোসেন শুক্কুর (৩৪) এবং যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী আবদুল কাদের। সাগর হোসেন শুক্কুর ইছাপুর ইউনিয়নের সোন্দড়া গ্রামের একচেটিয়া বাড়ির আলী হোসেনের ছেলে এবং আবদুল কাদের একই গ্রামের কাদের কন্ট্রাক্টর বাড়ির আবদুল আউয়াল মমিনের ছেলে।
জানা গেছে, গত ৩০শে মার্চ রাতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান মঞ্জু দীর্ঘদিন পর নিজ গ্রাম নারায়ণপুর মোল্লা বাড়িতে আসেন। তার উপস্থিতির খবর পেয়ে স্বেচ্ছাসেবকদল নেতা শুক্কুর ও যুবদল নেতা কাদেরের নেতৃত্বে দলীয় কর্মীরা তাকে ধাওয়া করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে ঘটনাস্থলে আসা তথ্য উপদেষ্টা আজিজুর রহমান বাচ্চু মোল্লা ইটের আঘাতে বাম হাতে আহত হন। ঘটনার প্রতিবাদে ওইদিন রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মেহেদী হাসান মঞ্জু তার ছাত্রলীগ দায়িত্বকালীন সময়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন এবং বিএনপি-জামায়াতপন্থি নেতাকর্মীদের ওপর একাধিকবার হামলা করেন। এমনকি তিনি ৪টা আগস্ট লক্ষ্মীপুর সদর উপজেলার একটি হত্যা মামলার অন্যতম আসামি বলেও অভিযোগ রয়েছে। এ ছাড়া, তিনি একাধিকবার সাগর হোসেন শুক্কুরকে মারধর করেন বলে জানা গেছে।
আজিজুর রহমান বাচ্চু আহত হওয়ার খবরে ১লা এপ্রিল কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, রামগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোজাম্মেল হক মজু এবং এলডিপি’র মহাসচিব শাহাদাত হোসেন সেলিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার খোঁজখবর নিতে নারায়ণপুরে যান।
তারা হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল বাশার বলেন, ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালীগঞ্জ থানার পূর্বাচল এলাকা থেকে তাদের আটক করে থানা হেফাজতে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।