বাংলারজমিন
তাহিরপুরে বিআইডব্লিউটিএ’র নামে চাঁদাবাজির প্রতিবাদের মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৫, শুক্রবারসুনামগঞ্জের তাহিরপুরে ইজারাদার রতন এবং তার সহযোগী সন্ত্রাসী চাঁদাবাজ বাহিনী কতৃক যাদুকাটা ও পাটলাই নদীতে বিআইডব্লিউটিএ’র নামে বেপরোয়াভাবে নিরীহ গরীব নৌ শ্রমিকদের মারধর ও জোরপূর্বক টাকা হাতিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল যাদুকাটা নদীর তীরে পাঠানপাড়া খেয়া ঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। যাদুকাটা ও পাটলাই নদীর নিরীহ নৌ শ্রমিক ও ব্যবাসায়ীদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, বাদাঘাট ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মো. মোক্তার হোসেন, সাবেক বিএনপি নেতা আলী আছলাম প্রমুখ।বক্তারা মানববন্ধনে বলেন, ইজারাদার রতন মিয়া এবং তার লোকজন বিআইডব্লিউটিএ’র নামে যাদুকাটা ও পাটলাই নদীতে বেপরোয়া চাঁদাবাজি করছে। বালু পাথর ও কয়লা থেকে প্রতি ফুটে ২৫ পয়সা নেওয়ার কথা থাকলেও তারা জোরপূর্বক নৌ শ্রমিকদের কাছ থেকে ১ টাকা নিচ্ছে। নৌকার মাঝিরা অতিরিক্ত টাকা দিতে না চাইলে তাদের মারধর করে জোরপূর্বক টাকা আদায় করে তাদের লাটিয়ান বাহিনী। বক্তারা বলেন, এ বিষয়ে বার বার থানা পুলিশের কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা।
যাদুকাটা ও পাটলাই নদীর বিআইডব্লিউটিএ’র ইজারাদার মো. রতন মিয়া এসব অভিযোগ অস্বীকার করে বলেন, গত ৫ আগষ্টের পর একটু চক্র বিএনপি নেতা হওয়া সত্ত্বেও তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের একটি মামলায় আসামি করা হয়েছে। এরপর থেকে তিনি ঢাকায় অবস'ান করছেন। তিনি বলেন, আমি নামে মাত্র ইজারাদার হলেও যাদুকাটা নদী এখন দেখবাল করছেন কাগজে কলমে বিএনপি নেতা রাখাব উদ্দিন ও পাটলাই নদী দেখবাল করছেন বিএনপি নেতা জুনাব আলী এবং নয়াবন্ধ গ্রামের জুয়েল মিয়া। তিনি বলেন, আমার পক্ষ থেকে তাদের বলে দেওয়া হয়েছে প্রতি ফুট বাবদ ২৫ পয়সা আদায়ের জন্য।