বাংলারজমিন
‘জনগণের কল্যাণে সংস্কার উচিত, বিদেশি কোন প্রেসক্রিপশন না’
চাঁদপুর প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৫, শুক্রবারজনগণের কল্যাণের জন্য সংস্কার করা উচিত, কোন অবস'াতেই বিদেশি কোন প্রেসক্রিপশন বাস্তবায়নের চেষ্টা না করার সরকারের প্রতি আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা যুব সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলে। ফয়জুল করিম বলেন, ডক্টর ইউনুস সাহেব যদি কোন অবস'াতে পাশ্চাত্যের অপসংস্কৃতি যেমন ট্রানজেন্ডার, সমকামিতা আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে তিনি থাকতে পারবেন না। যদি সরকারকে সংস্কারের জন্য জনগণ সময় দেয় তাহলে সময় দেব। আর যদি জনগণ সময় না দেয় তাহলে দেবো না। প্রয়োজনে সরকারকে গণভোট দেওয়ার আহবান জানা তিনি।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, চাঁদপুর জেলার সভাপতি মুহাম্মদ মাকসুদুর রহমান, সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদ সানী সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের উপসি'ত ছিলেন।