ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

প্রবাস

পররাষ্ট্র সচিব মোঃ জসীম উদ্দিনের কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন

আরিফুল ইসলাম, মালয়েশিয়া

(৫ দিন আগে) ১৩ এপ্রিল ২০২৫, রবিবার, ১১:২০ পূর্বাহ্ন

mzamin

সরকারি সফরে সিঙ্গাপুর যাওয়ার পথে কুয়ালালামপুরে সংক্ষিপ্ত যাত্রাবিরতিকালে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন পররাষ্ট্র সচিব মোঃ জসীম উদ্দিন। শনিবার (তারিখ) বিকেল ৪টায় হাইকমিশনের নতুন চ্যান্সারি ভবনে পৌঁছালে হাইকমিশনার মোঃ শামীম আহসান ও হাইকমিশনের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানান।

পরিদর্শনকালে হাইকমিশনের অডিটোরিয়ামে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে হাইকমিশনের কর্মকাণ্ড নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা প্রদর্শন করা হয়। সভায় হাইকমিশনার স্বাগত বক্তব্য প্রদান করেন এবং হাইকমিশন পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের জন্য পররাষ্ট্র সচিবকে ধন্যবাদ জানান।

বক্তব্যে পররাষ্ট্র সচিব জুলাই-আগস্ট অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি হাইকমিশনের কর্মতৎপরতায় সন্তোষ প্রকাশ করেন। তিনি দ্বিপাক্ষিক কূটনীতি, জনগণের মধ্যে সম্পর্ক জোরদার, বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, প্রবাসীদের কল্যাণ এবং জনকূটনীতিকে অগ্রাধিকার দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ‘ইনভেস্টমেন্ট সামিট’-এর প্রসঙ্গ তুলে ধরে মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে হাইকমিশনের কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি আসিয়ানের সেক্টোরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের প্রচেষ্টা ও মালয়েশিয়াকে এবিষয়ে সহায়তা করার গুরুত্ব তুলে ধরেন।

পররাষ্ট্র সচিব প্রবাসীদের প্রতি সংবেদনশীল আচরণ এবং প্রযুক্তিনির্ভর উন্নত সেবাপ্রদান নিশ্চিত করার নির্দেশনা দেন। তিনি জানান, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) বাতিল করে পুরোপুরি ই-পাসপোর্ট চালুর বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা রয়েছে এবং সেই অনুযায়ী মিশনকে প্রস্তুতি নিতে হবে।

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতকরণ এবং প্রায় ১৮,০০০ ভিসাপ্রাপ্ত শ্রমিক যারা এখনো মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেননি—তাদের সমস্যা সমাধানে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করতে নির্দেশ দেন তিনি। প্রবাসীদের সেবা নিশ্চিত করতে কুয়ালালামপুরের বাইরে বাংলাদেশি অধ্যুষিত কিছু শহরে কনস্যুলেট জেনারেল অফিস স্থাপনের প্রক্রিয়া চলমান বলেও তিনি জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং ও মূল্যায়ন ড্যাশবোর্ডে সব দূতাবাসকে যুক্ত করার উদ্যোগ, কুয়ালালামপুর হাইকমিশনে জনবল বৃদ্ধির পরিকল্পনা এবং মিশনের স্বচ্ছতা ও জবাবদিহিতার কথা উল্লেখ করে তিনি পেশাদারিত্ব ও টিমওয়ার্কের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

মিশনের কর্মতৎপরতায় গভীর সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্র সচিব এবং আশ্বাস দেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হাইকমিশনের প্রতি সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

মতবিনিময় শেষে পররাষ্ট্র সচিব হাইকমিশনের নতুন ভবনের বিভিন্ন অংশ এবং নির্মাণাধীন সেবা কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। শেষে হাইকমিশনার মোঃ শামীম আহসান কর্মব্যস্ততার মাঝেও কুয়ালালামপুরে যাত্রা বিরতি এবং হাইকমিশন পরিদর্শনের জন্য পররাষ্ট্র সচিবকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্বের নিদর্শন/ আবারো খুলছে মালয়েশিয়ার কলিং ভিসা

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status