বাংলারজমিন
কেরানীগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৫, সোমবার
ঢাকার কেরানীগঞ্জে জেলা দক্ষিণ ডিবি’র বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ বসুন্ধরা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মো. টিটু (৪১), মো. ফজলে হোসেন রাব্বি (২১)। গ্রেপ্তারকৃত টিটু শরীয়তপুর জেলার গোসাইরহাটের কালিনগর গ্রামের মৃত আলাবক্স সরদারের ছেলে। রাব্বি দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া গ্রামের মো. ইমাম হোসেনের ছেলে।
ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ওসি মো. সাইদুল ইসলাম জানান, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মো. আনিসুজ্জামান মহোদয়ের নির্দেশনায় তাদের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে বলে জানান তিনি।