ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

ইসরাইলি গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১৪ এপ্রিল ২০২৫, সোমবার
mzamin

বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল দুপুরে শহরের প্রেস ক্লাব চত্বরে দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মাওলানা ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালীর পরিচালনায় বিক্ষোভ মিছিলটি মৌলভীবাজার  প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুসুমভাগ পয়েন্ট গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি মুফতি মাওলানা হাবিবুর রহমান কাসেমী। উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা আবুল কালাম, জেলা সাধারণ সম্পাদক মুফতি মাওলানা হিফজুর রহমান হেলাল রাজনগরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা রহমত আলী, পৌর শাখার সহ-সভাপতি মাওলানা আলাউদ্দীন, জেলা অফিস সম্পাদক মাওলানা আব্দুল ওয়াজিদ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাসেম আজাদী, সদর উপজেলা সভাপতি মাওলানা ইসমাইল আলী, সাধারণ সম্পাদক শেখ সাদী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, রাজনগর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল  মুকিদ, সহ-সভাপতি মাওলানা মওসুফ আহমদ, সহ-সভাপতি মাওলানা লোকমান আহমদ, সাধারণ সম্পাদক মুফতী মাওলানা রুহুল আমীন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল, সহ-সভাপতি  শাহ মিসবাহ, যুব মজলিসের সদর উপজেলা শাখার সংগঠন সম্পাদক শাহ উসমান আলী জাকী, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের জেলা সভাপতি আল-আমিন সাদী, প্রশিক্ষণ সম্পাদক মাজহারুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মুল্লা ইয়াকুব বিন বশীর, সদর উপজেলা সভাপতি হাদি আলম প্রমুখ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status