ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

মানবজমিন ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
mzamin

ছাত্রদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছর ক্ষমতাচ্যুত করার পর দেশকে গণতান্ত্রিক পথে নির্দেশনা দিতে এগিয়ে এসেছেন একজন সুপরিচিত নেতা। তিনি হলেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিনে ড. ইউনূস সম্পর্কে একথা বলা হয়েছে। ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ বিশিষ্টজনের তালিকা প্রকাশ করেছে টাইম। এর শিরোনাম ‘দ্য ১০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অব ২০২৫’। এতে ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন। এতে ড. ইউনূস সম্পর্কে তিনি আরও লিখেছেন- কয়েক দশক আগে বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন ড. ইউনূস। সবচেয়ে প্রান্তিক পর্যায়ে থাকা সম্প্রদায়কে ক্ষুদ্র ঋণের মাধ্যমে ক্ষমতায়ন করাই ছিল এর উদ্দেশ্য। তারা লাখো মানুষকে সহায়তা করেছে। এর মধ্যে শতকরা ৯৭ ভাগই নারী। তাদেরকে ব্যবসা গড়ে তোলার জন্য, পরিবারকে টেকসই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এবং তাদের আত্মমর্যাদা ফিরে পাওয়ার জন্য এই ক্ষুদ্র ঋণ দেয়া হয়েছে। যখন আরকানসাসে তখনকার গভর্নর বিল ক্লিনটন, তখন তাকে এবং আমাকে যুক্তরাষ্ট্রে একই রকম প্রোগ্রাম চালু করার জন্য সহায়তা করতে এসেছিলেন ড. ইউনূস। সে সময়েই ড. ইউনূসের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়। তখন থেকে বিশ্বের যেখানেই আমি সফর করেছি, সেখানেই তার অসাধারণ এই কাজের প্রভাব প্রত্যক্ষ করেছি। সেখানে জীবন বদলে দেয়া হয়েছে। পিছিয়ে পড়া সম্প্রদায়কে তুলে আনা হয়েছে এবং তাদের মধ্যে নতুন করে বাঁচার আশা জাগিয়ে তুলেছেন। এখন আরও একবার নিজের দেশের প্রয়োজনে সাড়া দিয়েছেন ড. ইউনূস। তিনি যখন বাংলাদেশকে হতাশার ছায়া থেকে বের করে আনছেন, তখন তিনি একই সঙ্গে মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করছেন, জবাবদিহিতা দাবি করা হচ্ছে। একটি ন্যায়সঙ্গত ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করছেন। 

ওই তালিকায় আরও আছেন বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প,  ভেনেজুয়েলার রাজনীতিক ও শিল্প বিষয়ক প্রকৌশলী এবং বর্তমানে বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা ম্যাকাডো পারিসকা, ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এবং টেসলা প্রধান ইলন মাস্ক, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী ও বিলিয়নিয়ার হাওয়ার্ড উইলিয়াম লুটনিক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরোস আধানম ঘেব্রেয়েসাস, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বৈশ্বিক বায়োটেকনোলজি কোম্পানি ভার্টেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট রেশমা কেওয়ালরামানি, সিরিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা,  টেনিস বল তারকা সেরেনা উইলিয়ামস, মেটা’র প্রধান মার্ক জাকারবার্গ, পুরস্কার বিজয়ী তারকা ডেমি মুর, দক্ষিণ কোরিয়ার রাজনীতিক ও আইনজীবী লি জায়ে মুয়াং, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র প্রমুখ। মোট ৬টি ক্যাটাগরিতে ১০০ সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকা করা হয়েছে। এগুলো হলো- আর্টিস্টস, আইকনস, লিডারস, টাইটানস, পাইওনিয়ার্স এবং ইনোভেটর্স। এর মধ্যে লিডারস বা নেতা ক্যাটাগরিতে আছেন মোট ২২ জন। তার মধ্যে প্রথম স্থানে রয়েছে বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। দ্বিতীয় অবস্থানে আছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম। তৃতীয় অবস্থানে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আর ৬ নম্বর অবস্থানে আছেন ড. মুহাম্মদ ইউনূস।

পাঠকের মতামত

Grand congratulations! Sir

Prof Harun
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১২:১৮ অপরাহ্ন

Congratulation Sir!

A H M Shafiqullah
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৯:০০ পূর্বাহ্ন

ডক্টর ইউনুস সাহেবকে বাংলাদেশর রাষ্ট্র পরিচালনায় খুবই প্রয়োজন। এদেশ থেকে অসৎ ব্যক্তিদেরকে ক্ষমতা থেকে সরিয়ে ভালো লোকগুলোকে আনতে হবে। এদেশ থেকে ঘুষ দুর্নীতি চিরতরে বন্ধ করতে হবে। দারিদ্রতা দূর করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ ডক্টর ইউনুস সাহেবকে নেক হায়াত দান করুন।

Md. Fazlur Rahman Ch
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৮:২৯ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status