প্রথম পাতা
এক মাসের মধ্যেই সংস্কার সম্ভব
স্টাফ রিপোর্টার
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছি। সংস্কার এক মাসের মধ্যেও করা সম্ভব। নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিএনপি। গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে এই সাক্ষাৎ শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখানে সংস্কারের কথা বলা হয়েছে। প্রধান উপদেষ্টা নিজে বলেছেন, যেসব বিষয়ে সকলের ঐকমত্য থাকবে সেসব বিষয়ে সংস্কার করা হবে। সহজ বিষয় আমরা সংস্কার প্রস্তাব জমা দিয়েছি সেগুলো সকলের যেসব বিষয়ে ঐকমত্য আছে আমরা সেটি বলেছি। ঐকমত্য হলে সেটাতে এক মাসের মধ্যেই হয়ে যাবে। জুলাই সনদে ঐকমত্য হলে স্বাক্ষর করার বিষয় শুধু। সুতরাং নির্বাচনের রোডম্যাপ না দেয়ার কোনো কারণ নেই।
তিনি বলেন, আলোচনায় অর্থনীতি, ট্যারিফের বিষয়টি উঠে এসেছে। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। আমরা বলেছি ন্যূনতম টলারেবল করা না হলে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচনের বিষয়ে কথা হয়েছে। আমরা বলেছি দেশে গণতান্ত্রিক অর্ডার না আসার কারণে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। গণতান্ত্রিক সরকার থাকলে সিদ্ধান্ত নিতে সহজ হয়। বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কার সব বিএনপি’র সময় হয়েছে। আগামী দিনে আমরা আরও বড় ধরনের সংস্কারে যাবো সেটা তারা আশ্বস্ত হয়েছে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগ তো শর্ট টাইম ভার্সনে হয় না। এটা লং টাইম ভার্সনে হয়। সুতরাং, যারাই এখানে বিনিয়োগ করতে আসবেন, তারাই পলিটিক্যাল সাসটেইনিটি দেখতে চাইবেন। নির্বাচিত সরকার ছাড়া কেউ বিনিয়োগ করতে চায় না। সে কারণেই সারা পৃথিবী বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চায়। এটা যত দ্রুত হয়, ততই ভালো।
এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগের ব্যাপারে প্রশ্ন করা হলে আমীর খসরু কোনো মন্তব্য করতে রাজি হননি। এর আগে, নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমান মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। অনেক জায়গায় প্রশাসন বিএনপি’র পক্ষে কাজ করছে। এই ধরনের প্রশাসন নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। বৈঠকে আরও যোগ দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
পাঠকের মতামত
দলের সংস্কার আগে। চাদাবাজ জুলুম বন্ধের পদক্ষেপ নিন
আমাদের দেশের শাসন ব্যবস্থায় কি সিন্দাবাদের দৈত্য ছেপে বসেছে?
He is a super idiot.