বিশ্বজমিন
মিয়ানমারে চলমান সংঘাত বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
মানবজমিন ডেস্ক
(১ দিন আগে) ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

মিয়ানমারের জান্তা সরকারের কাছে দেশটিতে চলমান সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম। মার্চের শেষের দিকে এক ভয়াবহ ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গেছে দেশটির বেশ কিছু অঞ্চল। এতে সেখানে মানবিক সংকট আরও তীব্র হয়েছে। কয়েক বছর ধরে গৃহযুদ্ধে নিমজ্জিত মিয়ানমার। বিদ্রোহীদের সঙ্গে জান্তা সরকারের এই সংঘাতে অনিশ্চিত জীবন পার করছে সে দেশের মানুষ। এমন পরিস্থিতিতে এসব দ্বন্দ্ব-সংঘাত এড়ানো না গেলে অনিশ্চয়তা আরও চরম হবে। ভূমিকম্প এবং গৃহযুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহানির পর যেন সেখানে মানবিক প্রচেষ্টা জোরদার করা যায় সে বিষয়টি উল্লেখ করে জান্তা প্রধানকে সংঘাত বন্ধের আহ্বান জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এ খবর দিয়েছে দ্য স্ট্রেইটস টাইমস। এতে বলা হয়,১৭ এপ্রিল মিয়ানমারের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জেনারেল মিন অং হ্লাইং এর সঙ্গে বৈঠক করেন আনোয়ার ইব্রাহীম। বৈঠকে তিনি মিয়ানমারের আঞ্চলিক সকল পক্ষকে নিয়ে সংকট নিরসনের আহ্বান জানান। এছাড়া মিয়ানমারের ছায়া সরকারের সঙ্গেও কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তাদের তিনি জাতীয় ঐক্য গঠনের ওপর জোর দেয়ার তাগিদ দিয়েছেন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী অং সান সুচিকে উৎখাত করে ২০২১ সালে সামরিক বাহিনীমিয়ারমারের ক্ষমতা দখল করে। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশের প্রতিবেশি এই দেশটি। শুরু গৃহযুদ্ধ। যার ফলে ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দেশটির অর্থনীতি পুরোপুরি ভেঙ্গে গেছে।