বিশ্বজমিন
ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংক ও ৩ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
মানবজমিন ডেস্ক
(১ দিন আগে) ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন
বিদ্রোহী হুতিদের সমর্থন দেয়ার অভিযোগে ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংক ইন্টারন্যাশনাল ব্যাংক অব ইয়েমেনে ওয়াই.এস.সি’র (আইবিওয়াই) বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ওই ব্যাংকের গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তারা বিরুদ্ধে। তারা হলেন কামাল হোসেন আল জেব্রি, আহমেদ থাবিত নোমান আল আবসি এবং আবদুল কাদের আলি বাজারা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর ইরান-সমর্থিত হুতিদের আক্রমণ প্রতিরোধ এবং বিশ্ব বাণিজ্যের জন্য এই গুরুত্বপূর্ণ জলপথকে রক্ষা করার জন্য মার্কিন সরকারের একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে আরও বলা হয়, ইরানের হুমকি দেয়ার নেটওয়ার্ক নির্মূল করার জন্য আমাদের সরকারের সম্পূর্ণ পদ্ধতির অংশ হিসেবে হুতিদের আর্থিক নেটওয়ার্ক এবং ব্যাংকিং সুবিধা ব্যাহত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। দেশটির ব্যাংকিং খাতকে হুতিদের প্রভাব থেকে মুক্ত রাখার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের প্রচেষ্টাকে সমর্থন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই পদক্ষেপ সন্ত্রাসবাদ বিরোধী অথরিটির নির্বাহী আদেশ (ইও) ১৩২২৪ অনুসারে নেয়া হয়েছে।