বিশ্বজমিন
ট্রাম্পের পারস্পরিক শুল্কে বৈশ্বিক অর্থনীতিতে মন্দার ঝুঁকি নেই: আইএমএফ
মানবজমিন ডেস্ক
(১ দিন আগে) ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৬:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:১১ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বাণিজ্য শুল্ক নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও তাতে বিশ্বব্যাপী মন্দার ঝুঁকি নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বিশ্ব অর্থনীতি নিয়ে নতুন পূর্বাভাস দিতে গিয়ে এ কথা জানিয়েছে আন্তর্জাতিক ওই সংস্থা। তারা বলেছে, বাণিজ্য উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী শেয়ারের দাম পড়ে গেছে এবং দেশে দেশে বাণিজ্য খাতে অনাস্থা তৈরি হয়েছে। তবে এতে বিশ্বব্যাপী মন্দার ঝুঁকি নেই। আইএমএফ তাদের পূর্বাভাসে জানিয়েছে, প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে নিম্নমুখী হবে। তবে এতে মন্দা তৈরি হওয়ার সম্ভাবনা কম। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ২রা এপ্রিল বিশ্বব্যাপী শতাধিক দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। তার প্রতিক্রিয়ায় বিশ্ব নেতারা বলেছেন ট্রাম্পের এই পারস্পরিক শুল্ক আরোপের ফলে দেশগুলো তাদের বিনিয়োগকারী হারাবে। যার ফলে ব্যবসা খাতে বড় ধরনের ধস নামতে পারে। উদ্ভূত এই নেতিবাচক আশঙ্কার মধ্যে বিশ্ব অর্থনীতি নিয়ে মন্তব্য করলো আইএমএফ।
ট্রাম্পের ওই ঘোষণার পর বিশ্বব্যাপী শেয়ারবাজারে ধস নেমেছে। এখনো অনেক দেশ সেই ধকল কাটিয়ে উঠতে পারেনি। বৃটেনের মতো দেশের শেয়ারবাজারের এফটিএসই ১০০ সূচক এখনো আগের মাসের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ নিচে রয়েছে। এতে অনিশ্চয়তার মধ্যে পড়েছে বিনিয়োগকারীরা। ফলত তারা তাদের বিনিয়োগ কমিয়ে দিয়েছে। এ ছাড়া ট্রাম্পের শুল্ক নীতির প্রতিক্রিয়ায় বেশ কিছু দেশ পাল্টা শুল্ক আরোপের ফলে বিশ্ব অর্থনীতিতে মন্দার ঝুঁকি তৈরি হয়েছে। তবে আইএমএফের দৃষ্টিভঙ্গি এর উল্টো। বৃহস্পতিবার যার যার দেশকে এই নীতির বিচক্ষণ সাড়া দেয়ার আহ্বান জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা।
তিনি বলেছেন, উন্নত ভারসাম্যপূর্ণ ও স্থিতিশীল অর্থনীতি এখনো আমাদের নাগালের মধ্যে রয়েছে। এটি সুরক্ষিত করার জন্য সকলকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। তিনি যোগ করেন, অনিশ্চয়তার প্রতিক্রিয়ায় সকল দেশকে নিজ নিজ ঘরবাড়ি সাজাতে প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে। বুধবার বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) তাদের পূর্বাভাসে জানিয়েছে, ট্রাম্পের পারস্পরিক শুল্ক আরোপের ফলে বিশ্ব বাণিজ্যে উল্লেখযোগ্য পতন হতে পারে। বৃটেনের ব্যাংক অব ইংল্যান্ডও একই পূর্বাভাস দিয়েছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির ফলে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনা বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতাকে প্রবল ঝুঁকির মধ্যে ফেলবে। এদিকে বৈশ্বিক বাণিজ্য উত্তেজনার মধ্যে সুদের হার কমানোর ঘোষণা দিয়েছে ইউরোপের ২৭ দেশের জোটের কেন্দ্রীয় ব্যাংক ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি)।