বাংলারজমিন
জমিজমা সংক্রান্ত বিরোধ
মৌলভীবাজারে চাচাকে হত্যার চেষ্টা কিশোর গ্যাং লিডার সাহেলের
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২০ এপ্রিল ২০২৫, রবিবারমৌলভীবাজারে কিশোর গ্যাং লিডার ভাতিজা সাহেল আহমদ সোহান (১৮) এর হাতে চাচা ব্যবসায়ী মাহফুজুর রহমান মোবারক (৬৮) গুরুতর আহত হয়েছেন। জানা যায়, সদর উপজেলার কনকপুর ইউনিয়নের নাগরা গ্রামের মাহফুজুর রহমান মোবারক ও শামসুল ইসলাম সামছু মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলমান। ১২ই এপ্রিল সকালে মৌলভীবাজার শহরের বাসা থেকে মোবারক মিয়া গ্রামের বাড়িতে যান। বাড়িতে গিয়ে দেখতে পান তার বসতঘরের দরজা ভেঙে ঘরের ভেতর থাকা মালামাল লুটপাট করা হয়েছে। এ ছাড়াও অন্যান্য মালামাল তার ঘরের মধ্যে রাখা হয়েছে। কে বা কারা এই মালামাল রেখেছে ও তার ঘরে থাকা মালামাল লুট করেছে এমন বিষয় জানতে চাইলে পূর্ব পরিকল্পনানুযায়ী সাহেল আহমদ সোহান, তার মা হালিমা ইসলাম (৪৩) ও তার বোন সাফা ইসলাম (১৬) ঘরের দরজা আটকে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে হত্যার উদ্দেশ্যে মাটিতে ফেলে উপর্যুপরি মারধর করে। এ সময় গুরুতর আহত মোবারক মিয়ার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে ফের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে দু’চোখে গুরুতর আঘাত নিয়ে চিকিৎসাধীন মোবারক মিয়ার বাম চোখ নষ্ট হয়ে গেছে এবং ডান চোখের প্রায় ৫০ ভাগই নষ্ট। তার অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
স্থানীয় বাসিন্দারা জানান, শামসুল ইসলামের ছেলে সাহেল আহমদ সোহান এলাকার কিশোর গ্যাংয়ের লিডার বলে পরিচিত। সে উঠতি বয়সীদের নিয়ে নানা অপকর্ম করে। কয়েক মাস পূর্বে সে তার এক বন্ধুকে একইভাবে হামলা করতে গিয়ে আহত হয়। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে দলবল নিয়ে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকায় গণপিটুনির শিকার হয়। সে এখন এলাকাবাসীর জন্য এক আতঙ্কের নাম। মোবারক মিয়া মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকায় নাদিয়া ক্রোকারিজ নামের ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। পরিবারের সদস্যদের নিয়ে তিনি শহরেই বসবাস করেন। ওই ঘটনায় এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। মোবারক মিয়ার ছেলে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক তানভীর আঞ্জুম আরিফ তার বৃদ্ধ বাবার ওপর হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলাকারী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই সন্ত্রাসী হামলার ঘটনায় গুরুতর আহত মোবারক মিয়ার স্ত্রী রত্না বেগম (৪৮) বাদী হয়ে সামছুল ইসলাম (৬২), হালিমা ইসলাম (৪৩) ও সাহেল ইসলাম সোহান (১৮) এই ৩ জনকে আসামি করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় সাক্ষী রাখা হয়েছে ১২ জনকে। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান জানান, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।