ঢাকা, ২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে অলির প্রশ্ন

স্টাফ রিপোর্টার
২০ এপ্রিল ২০২৫, রবিবার
mzamin

অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রেখে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ বলেছেন, ৫ই আগস্টের পর স্বৈরাচারের গুণ্ডাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণ যে মামলাগুলো করেছে বা অভিযোগ দাখিল করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনও পর্যন্ত মামলাগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃশ্যত কারও বিরুদ্ধে চার্জশিট দাখিল করে নাই। আপনারা কি দেশের জন্য কাজ করছেন, না কি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য অপেক্ষা করছেন?

গতকাল রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দীর নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা-আমলাসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক ব্যক্তি এলডিপিতে যোগ দেন। এতে সভাপতিত্ব করেন- এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।

সরকারের উদ্দেশ্যে অলি আহমদ বলেন, আপনারা প্রায় ৯ মাস ক্ষমতায় আছেন। মনে হচ্ছে, ক্ষমতা ভোগ করছেন। জনগণের সমস্যা নিরসনে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ দৃশ্যমান নেই!

তিনি বলেন, কিছু কিছু জায়গায় ছাত্রলীগ ও যুবলীগ মাথাচাড়া দিয়ে উঠছে। আমাদেরকে ভারতের দালালের ভূমিকায় অবতীর্ণ হওয়া উচিত হবে না বা আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নেয়াও সঠিক হবে না। আমি এখানে সাবধান ও হুঁশিয়ার করে বলতে চাই যে, দেশ রক্তপাতের দিকে এগোচ্ছে। হয়তো আপনাদেরকেও কাঠগড়ায় দাঁড় করানো হবে। পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। সুতরাং সময় থাকতেই সঠিক পদক্ষেপ নেন। জনগণকে শান্তিতে, স্বস্তিতে বসবাস করতে দিন। চাকরি হয়তো দিতে পারলেন না, কিন্তু শাস্তির প্রয়োজন। শুধু মিষ্টি কথায় ভাষণ দিয়ে দেশ চালানো যাবে না বা জনগণের সমস্যার সমাধান হবে না। কর্নেল অলি বলেন, বর্তমানে সমাজের কী অবস্থা তা আপনাদের (সরকার) জানা উচিত। অনেকে অবৈধ টাকার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে। বিভিন্ন তদবিরের জন্য সারাদিন সচিবালয়ে সময় কাটাচ্ছে। রাজনীতিকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছে। অবৈধভাবে লাখ লাখ টাকা উপার্জন করছে। নিজেদের জন্য আলিশান অফিস ভাড়া নিচ্ছে। এই অবস্থায় জনগণ চুপ থাকলে দেশের সর্বনাশ হয়ে যাবে। 

তিনি বলেন, অনেকে ফেরেশতার মতো কথা বলে, শয়তানের মতো ধোঁকা দেয়। তাদের কাজ ও কর্মের মধ্যে মিল নাই। একেক সময় একেক ধরনের বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। জনগণকে ভালো ও মন্দের মধ্যে পার্থক্য বুঝতে হবে। সঠিক দলে যোগদান করতে হবে। সঠিক পার্টি ও ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।

অলি আহমদ আরও বলেন, জেলা পর্যায়ে এলআর ফান্ডের নামে জনগণ থেকে চাঁদা আদায় করছে। নিম্নপর্যায় থেকে অফিসারদেরকে দুর্নীতির আশ্রয় নেয়ার জন্য সুযোগ করে দেয়া হয়। মন্ত্রীরা বা সরকারি কর্মকর্তারা সার্কিট হাউজে অবস্থানকালে খাওয়ার পর বিল পরিশোধ করে না, এই বিলের টাকা এলআর ফান্ড থেকে পরিশোধ করা হয়। আপনাদের কি কোনো বিবেক নাই? হারাম রোজগার বা হারাম খেয়ে এবাদত করলে তা কবুল হয় না। এই ব্যাপারে সরকারকে চিন্তা-ভাবনা করে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে। এলআর ফান্ড বন্ধ করতে হবে।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status