ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

বাতিল হলো দশ অর্থনৈতিক অঞ্চল

অর্থনৈতিক রিপোর্টার
১৪ এপ্রিল ২০২৫, সোমবার

বাংলাদেশে ব্যবসার পরিবেশ সুস্থ ধারায় ফেরাতে এবং বিনিয়োগ আনার জন্য ১০০টির মধ্য থেকে গভর্নিং বডির সিদ্ধান্তে ১০টি অর্থনৈতিক অঞ্চলকে চূড়ান্তভাবে বাতিল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বিডা’র চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।

বিডা’র নির্বাহী চেয়ারম্যান জানান, আজ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বেজা ও বিডা’র গভর্নিং বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে ১০০টির মধ্য থেকে গভর্নিং বডির সিদ্ধান্তে ১০টি অর্থনৈতিক অঞ্চলকে চূড়ান্তভাবে বাতিল ঘোষণা করা হয়েছে। 
বাতিলযোগ্য সরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো হলো- সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক (কক্সবাজার), সুন্দরবন ট্যুরিজম পার্ক (বাগেরহাট), গজারিয়া অর্থনৈতিক অঞ্চল (মুন্সীগঞ্জ), শ্রীপুর অর্থনৈতিক অঞ্চল (গাজীপুর), ময়মনসিংহ অর্থনৈতিক অঞ্চল (ময়মনসিংহ)। বাতিলযোগ্য বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো হলো- গার্মেন্টস শিল্প পার্ক, বিজিএমইএ (মুন্সীগঞ্জ), ছাতক ইকোনমিক জোন (সুনামগঞ্জ), ফমকম ইকোনমিক জোন (বাগেরহাট), সিটি স্পেশাল ইকোনমিক জোন (ঢাকা), সোনারগাঁ অর্থনৈতিক অঞ্চল (নারায়ণগঞ্জ)। বিগত আওয়ামী লীগ সরকার দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চলের ঘোষণা দিয়েছিল। শেষ পর্যন্ত ৯৭টির উদ্যোগ নেয়া হয়, সেগুলোর মধ্যে ৬৮টিই ছিল সরকারি।

তিনি আরও জানান, দেশে বিনিয়োগ নিয়ে কাজ করা সংস্থা মোট আটটি। এসব সংস্থাকে এক ছাতার নিচে আনার জন্য সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে চৌধুরী আশিক জানান, নেপালের জন্য একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের নির্দেশনা দেয়া হয়েছে।
বিডা চেয়ারম্যান বলেন, বাংলাদেশে যদি কেউ বিদেশি বিনিয়োগ নিয়ে আসেন (বাংলাদেশি কেউ) তাকে কোনোভাবে প্রণোদনা দেয়া যায় কিনা, বৈঠকে সেই আলোচনা হয়েছে। বেজা, বিডাসহ অনেক সংস্থার এক দরজায় সেবা (ওএসএস) রয়েছে। তবে অনেক সংস্থার ওএসএসের অনলাইন আবেদনের পাশাপাশি অফলাইনে আবেদনের সুযোগও থাকে। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, যেসব সংস্থার অনলাইন সেবার সুযোগ রয়েছে, তাদের ম্যানুয়াল সেবাপদ্ধতি এক মাসের মধ্যে বন্ধ করে দিতে হবে। এ ছাড়া ওএসএস মিলিয়ে একটি একক (সিঙ্গেল) পোর্টাল করার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলকে (ইপিজেড) বেজার অধীনে আনার একটি প্রস্তাব উঠেছিল। বেজার গভর্নিং বোর্ডের বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়া হয়েছে। ফলে এখন থেকে কোরিয়ান ইপিজেড বেজার অধীনে পরিচালিত হবে।

সাংবাদিকদের বিডা’র চেয়ারম্যান আরও জানান, সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে সমুদ্র বন্দর বা বে টার্মিনাল স্থাপনের জন্য বিদেশি কোম্পানি চূড়ান্ত করা হবে বলেও জানান বিডা চেয়ারম্যান। তিনি বলেন, ওয়ান স্টপ সার্ভিসের সকল সেবা অনলাইন করা হবে। লাইসেন্সের ক্ষেত্রে সকল সেবা একটি ওয়েবসাইটের মাধ্যমে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিডা।
ট্রানশিপমেন্ট বাতিলকে সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়ে চৌধুরী আশিক বলেন, এর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ এয়ারপোর্টগুলোকে আপগ্রেড করার সুযোগ তৈরি হবে।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status