শেষের পাতা
হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে ভাই-বোনসহ নিহত ৪
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে
১৯ এপ্রিল ২০২৫, শনিবার
হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাড়ির মালামালসহ পিকআপটি ১৬-১৭ জন যাত্রী নিয়ে মুন্সীগঞ্জ থেকে হবিগঞ্জ যাচ্ছিল। মহাসড়কের বাখরনগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। আহত হন অন্তত ১০ যাত্রী। গুরুতর আহত পাঁচজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার চমকপুর গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী মোস্তাকিমা আক্তার (৩৫), তার ভাই হাফিজুর রহমান (২৬), নবীগঞ্জের রাইয়াপুর গ্রামের জামাল মিয়ার স্ত্রী আয়েশা আক্তার (৩০) ও মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পংশীপুর গ্রামের মালেক মিয়ার পুত্র পিকআপ হেলপার রহিম মিয়া (২২)। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক জানান, মরদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। ট্রাক ও পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।