ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

একাধিক মামলার আসামি

নির্যাতনের মাস্টার খ্যাত ডিবি’র এডিসি রুহুল বহাল তবিয়তে

রাজশাহী প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, শনিবার
mzamin

জুলাই বিপ্লবে রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলার পরিকল্পনা এবং বাস্তবায়ন ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র পতিত স্বৈরাচার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটনের বিশ্বস্ত এজেন্ট বাস্তবায়ন, বিরোধী মতের মানুষদের নির্যাতনে তৎকালীন রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার ড. রুহুল আমিন সরকারের জুড়ি নেই।

৫ই আগস্টের পর তার বিরুদ্ধে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে দু’টি পৃথক মামলা করা হলেও এখনো তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ২০২৪ সালের অক্টোবর মাসে দায়ের করা মামলাগুলো হওয়ার পরেও তিনি এখন নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পদে বহাল তবিয়তে রয়েছেন, যা আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

ভুক্তভোগীদের ভাষ্যমতে, ড. রুহুল আমীন সরকার ছাত্র-জনতার আন্দোলন ও বিএনপি-জামায়াতের সমর্থকদের বিরুদ্ধে দমন-পীড়ন চালানোর পাশাপাশি বেআইনি গ্রেপ্তার, নির্যাতন ও ঘুষ গ্রহণের মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত। তিনি ৩১তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। 
একাধিক সূত্র জানায়, তৎকালীন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ খায়রুল ইসলামের বিয়ের আসর থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়, যার ফলে বিয়েটি ভেঙে যায়। পরে তাদের রিমান্ডে নিয়ে তিন লাখ টাকা ঘুষ দাবি করা হয়। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে সবাইকে নির্মমভাবে নির্যাতন করা হয়। এ ছাড়া, বিএনপি ও জামায়াতের বিভিন্ন কর্মসূচির ব্যানার প্রিন্টের অভিযোগে চিত্রলেখা প্রিন্টিং প্রেসের মালিক নজরুল ইসলামকে নির্যাতন করে পঙ্গু করে দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একই ঘটনায় ডিজাইনার সাকিবসহ দু’জনকে কারাগারে পাঠানো হয়। 
নগরীর একটি হোটেলে খাবার খাওয়ার সময় পাঁচজন মাদ্রাসা শিক্ষককে জামায়াতের নেতা বানিয়ে গ্রেপ্তার করা হয়। একইভাবে, রাজশাহী মহানগর জামায়াতের সাবেক আমীর আতাউর রহমানের স্ত্রীর জানাজায় অংশগ্রহণকারীদের ওপর গোরস্তানে তার নেতৃত্বে হামলা চালিয়ে তাসরিফুল ফারুক ও আরিফুল নামে স্থানীয় দু’জন বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়। ২০২৩ সালের ডিসেম্বর মাসে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের তৎকালীন সেক্রেটারি সিফাত আলমকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে থানায় নিয়ে নির্যাতন করার অভিযোগ ওঠে। রাজশাহী কোর্ট চত্বরে হাজিরা দিতে আসা জামায়াত ও শিবির নেতাদের গ্রেপ্তারের চেষ্টার সময় ১০ জন নিরীহ ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় ভিডিও ধারণ করতে গেলে তিনজন সাংবাদিককে আটক করা হয়। 

ভুক্তভোগী নগরীর বিলসিমলা এলাকার শিমুল নামের একজন অভিযোগ করেন, শিবিরের কর্মী সন্দেহে তাকে কানে টানা ১৫টি চড় মেরে বধির করে দেয়া হয়। এ ছাড়া, শুধুমাত্র দাড়ি রাখার কারণে সাধারণ ছাত্রদের গ্রেপ্তার করে পাঠানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এত অভিযোগ থাকা সত্ত্বেও কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। 

মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সৈকত হাসান বলেন, মামলাটি স্বাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। এজাহারনামীয় সকল সাক্ষ্য গ্রহণের পর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।

 

পাঠকের মতামত

এডিসি রুহুলের মতো প্রশাসনে এখনো আরও অনেক রুহুল আছে যারা নাকি গত ১৬ বছর স্বৈরাচার শেখ হাসিনার আমলে বিরোধী দলের নেতা-কর্মীদের উপর অমানবিক নির্মম নির্যাতন নিপীড়ন চালাইয়া হত্যা ও ঘুম করেছে তাই তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ রহিলো তাদের কে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করে দেশের শিক্ষিত বেকার মেধাবী লোকজন কে ঐসকল পদে নিয়োগ দেওয়া হউক।

Shahid Uddin
১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ১২:৫৫ অপরাহ্ন

এর হাতে আমি নিজে নির্যাতিত। সেইদিন দুয়া করছিলাম, ওর কে যেন ওর জন্য জাহান্নাম বানিয়ে দেয়। এর দ্রুত বিচার চাই, বহল নয়

Sihab
১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ১০:০৩ পূর্বাহ্ন

হাউ পচিবল?

জনতার আদালত
১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৭:৩৯ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status