শেষের পাতা
বিপু-নিক্সনের ফ্ল্যাট জব্দের আদেশ
স্টাফ রিপোর্টার
২১ এপ্রিল ২০২৫, সোমবার
সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঢাকার একটি ফ্ল্যাট, তিনটি অ্যাপার্টমেন্ট জব্দ ও তিনটি গাড়ি এবং ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৩৭ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার ৭৪৭ টাকা রয়েছে। এক সঙ্গে সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর স্ত্রীর নামে থাকা ফ্ল্যাটসহ বেশ কিছু সম্পদ অবরুদ্ধের আদেশ দেন আদালত।
গতকাল ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিপুর জব্দ ফ্ল্যাটটি রাজধানীর পরিবাগের প্রিয় প্রাঙ্গণে আর তিনটি অ্যাপার্টমেন্ট বনানীর পিপি টাওয়ারে। এসবের মূল্য ধরা হয়েছে ৮৫ লাখ ৫ হাজার ৯৪৭ টাকা।