ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

গাইবান্ধায় বকেয়া বেতন ও চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

গাইবান্ধা সিভিল সার্জনের আওতায় ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৭২ জন কর্মীকে পুনরায় পুনর্বহাল ও বকেয়া ২২ মাসের বেতন পাওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে বাংলাদেশ আউটসোর্সিং কল্যাণ সমিতি গাইবান্ধা জেলা শাখা সিভিল সার্জন কার্যালয় চত্বরে মানববন্ধন করেন তারা। এ সময় বক্তব্য রাখেন- সংগঠনের জেলা সভাপতি অলিউল ইসলাম আংগুর, আমিনুল ইসলাম, সাজ মিয়া, নাজমুল নাহার, মেরিনা, সুলতান মাহমুদ বাবু প্রমুখ। 
এ ছাড়াও ৬ উপজেলার বাকি সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন থেকে আউটসোর্সিং কর্মচারীগণ বিভিন্ন পদে ৬টি উপজেলায় সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে আসছি। কিন্তু বিগত ২২ মাস থেকে আমাদের বেতন বকেয়া আছে। তারা বলেন, আমরা পরিবার- পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। অবিলম্বে পূর্বের জনবল বহাল রেখে বকেয়া বেতন পরিশোধ করে নিয়োগ ও টেন্ডার দেয়ার আহ্বান জানান বক্তারা। মানববন্ধন শেষে গাইবান্ধা সিভিল সার্জন বরাবর উল্লিখিত দাবিসমূহের একটি স্মারকলিপি প্রদান করেন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status