অনলাইন
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

আশির দশকের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘গড়বো মোরা ইনসাফের দেশ’ স্লোগানে দলটির আত্মপ্রকাশ হয়।
দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। আর মহাসচিব জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা ও ইশতেহার পাঠ করেন শওকত মাহমুদ। বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি।
অনুষ্ঠানে দলটির ২৭ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘৩২ বছরে নিরাপদ সড়ককে আমি বাস্তবায়ন করতে পারিনি। সরকারের সহযোগিতা ছাড়া এটিকে বাস্তবায়ন করা সম্ভব নয়। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সম্ভব নয়। রাজনৈতিক সহযোগিতা পাইনি। সততার সঙ্গে আমি এই দলে কাজ করে যাবো।’
এছড়া দলটির নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সারোয়ার মিলন। ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ, ওয়ালিউর রহমান খান, রেহানা সালাম, মো. আবদুল্লাহ, এম এ ইউসুফ ও নির্মল চক্রবর্তী। সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান। যুগ্ম মহাসচিব এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, আল আমিন রাজু ও নাজমুল আহসান। সমন্বয়কারী নুরুল কাদের সোহেল। সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমেদ। প্রযুক্তিবিষয়ক সম্পাদক গুলজার হোসেন। প্রচার সম্পাদক হাসিবুর রেজা কল্লোল। সম্মানিত সদস্য হিসেবে আছেন মেজর (অব.) ইমরান ও কর্নেল (অব.) সাব্বির।
উপদেষ্টা হিসেবে আছেন শাহ মো. আবু জাফর, মেজর (অব.) মুজিব, ইকবাল হোসেন মাহমুদ, ডা. ফরহাদ হোসেন মাহবুব, জাফর ইকবাল সিদ্দিকী, আউয়াল ঠাকুর, তৌহিদা ফারুকী ও মামুনুর রশীদ।
পাঠকের মতামত
আমি মনে করি কাঞ্চন সাহেব জীবনের সেরা ভূল স্বীদ্ধান্ত টি নিয়েছেন রাজনৈতিক মাঠে এসে।
আওয়ামীলীগের বি টিম কিংবা মডিপাইড আওয়ামীলীগ না হলেই হয় ।
দেশের মানুষ পরিষ্কার ২ ভাগে বিভক্ত, বাংলাদেশ পন্থী এবং ক্ষুদ্র একটি অংশ ভারত পন্থী?
নতুন দল গঠন হবে , নানান মত থাকবে এটাই স্বাভাবিক ।আওয়ামীলীগের বি টিম কিংবা মডিপাইড আওয়ামীলীগ না হলেই হয় ।
শুভেচ্ছা ও অভিনন্দন, সুস্থ ও সঠিক সময়ে রাজনীতিতে এসেছেন। ধন্যবাদ, জনাব ইলিয়াস কাঞ্চন।