ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

বাঁধনের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার
২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
mzamin

গত বছর ছাত্র-জনতার আন্দোলনে নিহত মিরপুরের বিএনপিকর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে শেখ হাসিনা, অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী গত ২০শে এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। ওইদিন আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে নিয়মিত মামলা হিসেবে নেয়ার নির্দেশ দেন। এদিকে, ইরেশ যাকেরের নামে হত্যা মামলা দায়ের করায় রীতিমতো হতবাক শোবিজ অঙ্গনের তারকারা। এ ঘটনায় বেশ ক’জন তারকা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধনও। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে বাঁধন লিখেছেন, আমি এখন জীবনের এমন একপর্যায়ে পৌঁছেছি, যেখানে কোনো কিছুর প্রতিক্রিয়া সঙ্গে সঙ্গে জানাই না। কিন্তু কখনো নীরবতাই যেন বিশ্বাসঘাতকতার মতো মনে হয়। ইরেশ যাকের সবসময় সত্যের পাশে ছিলেন। প্রতিটি সংগ্রামের মুহূর্তে তিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। ৪ঠা আগস্ট যখন কারফিউ ঘোষণা করা হয়, তখন আমরা একসঙ্গে শাহবাগে ছিলাম। সমস্ত ঝুঁকি সত্ত্বেও তিনি নিশ্চিত করেছিলেন যেন আমি নিরাপদে কালশী ফ্লাইওভারে পৌঁছে যেতে পারি। তখন যেকোনো কিছুই ঘটতে পারতো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার সরকারের ক্ষমতার কাছে নতি স্বীকার করেননি ইরেশ। এমনটা জানিয়ে অভিনেত্রী লেখেন, যেদিন ছাত্রদের পাশে দাঁড়িয়েছি সেই রাতে আমাদের ওপর গণভবনে যাওয়ার প্রচণ্ড চাপ ছিল। কিন্তু ইরেশ যাকের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন শিক্ষার্থীদের পাশে থাকার, সত্যের পাশে থাকার, চাপের কাছে নতি স্বীকার না করার। অভিনেতার বিরুদ্ধে মামলা হওয়ায় হতাশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status