অনলাইন
এলজিইডির প্রধান কার্যালয়সহ ৩৬ কার্যালয়ে দুদকের অভিযান
স্টাফ রিপোর্টার
(৮ ঘন্টা আগে) ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১৫ অপরাহ্ন

রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান কার্যালয়সহ ৩৬টি কার্যালয়ে একযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রধান কার্যালয়সহ দেশের জেলা-উপজেলা পর্যায়ে এসব কার্যালয়ে এ অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে এই অভিযান শুরু হয়।
দুদক সূত্র জানায়, অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
পাঠকের মতামত
সচিবালয়ে দুদকের অভিযান কখন হবে? ডিসি অফিস ? ইউএনও অফিস?
দুদককে অভিনন্দন। আপনাদের সময়োপোযোগী বিভিন্ন পদক্ষেপ আমাদের আশান্বিত করে তুলেছে। সুযোগ এসেছে দেশের জন্য কিছু করার। তাই কোন কিছুর ভ্রুক্ষেপ না করে এগিয়ে যান। মফস্বল শহর গুলিতেও আপনাদের কার্যক্রম জোরদার করুন। ফ্যাসিষ্টদের দোসররা শতহাজার কোটি টাকা কামিয়েছে। তাদের তালিকা নিশ্চয় আপনাদের জেলা উপজেলা অফিসে আছে। কিন্তু এ ব্যাপারে কোন পদক্ষেপ নিতে দেখছিনা।
সকল সেক্টর থেকে দুর্নীতি সম্পূর্ণ নির্মূল করতে হবে। দুর্নীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তাহলে দেশে প্রকৃত উন্নয়ন হবে।