প্রথম পাতা
বিদেশ যেতে পারলেন না পার্থ’র স্ত্রী
স্টাফ রিপোর্টার
১৪ মে ২০২৫, বুধবার
ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে বিদেশ যেতে পারেননি সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয় পার্টির প্রধান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র স্ত্রী শেখ শাইরা শারমিন। মঙ্গলবার দুপুরে তার স্ত্রী’র থাইল্যান্ড যাবার কথা ছিল। কিন্তু চেক ইন করার পরে ইমিগ্রেশন করতে গেলে তাকে থামিয়ে দেয়া হয়। ইমিগ্রেশনের দায়িত্বে থাকা পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্যরা জানিয়ে দেন তার বিদেশ যাত্রার ক্লিয়ারেন্স নাই। কেন ক্লিয়ারেন্স নাই সে বিষয়ে পুলিশ কিছু বলেনি। উপায়ান্তর না পেয়ে শাইরা শারমিন বাড়ি ফিরে যান।
গোয়েন্দা সূত্র বলছে, গতকাল দুপুরে শেখ শাইরা শারমিন থাইল্যান্ড যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন। তার সঙ্গে তার ছোট মেয়ে ছিল। থাই এয়ারলাইন্সের টিজি-৩২২ ফ্লাইটে বেলা ১টা ৩৫ মিনিটে তার উড়াল দেয়ার কথা ছিল। সেজন্য তিনি ওই এয়ারলাইন্সের নির্ধারিত কাউন্টারে চেক ইন করেন। পরে সেখান থেকে তিনি ইমিগ্রেশন করার জন্য কাউন্টারে যান। সেখানে গিয়ে পাসপোর্ট জমা দেয়ার পরই এসবি সদস্যরা জানিয়ে দেন উপর থেকে ক্লিয়ারেন্স না থাকায় তিনি থাইল্যান্ড উড়াল দিতে পারছেন না। এ সময় তিনি কারণ জানতে চান। তখন ক্লিয়ারেন্স না থাকার বিষয়টি জানায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
শেখ শাইরা শারমিন সাবেক এমপি শেখ হেলাল উদ্দীনের মেয়ে। সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদের নাটকীয়ভাবে দেশ ত্যাগের পর ইমিগ্রেশনে কড়াকড়ি শুরু হয়েছে। বিশেষকরে যাদের নামে জুলাই হত্যা মামলা রয়েছে তাদের বিদেশ যেতে একেবারেই নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু শেখ শাইরার নামে কোনো মামলা নেই বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ বিষয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ মানবজমিনকে বলেন, স্ত্রী ও ছোট কন্যা মেডিকেল চেকআপের জন্য ব্যাংকক যাচ্ছিলেন। এসবি তাদের সিদ্ধান্ত জানানোর পর তারা বাড়িতে চলে এসেছেন। তবে তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা হয়নি। এখন কী করবেন জানতে চাইলে পার্থ বলেন, আমি আইনের মানুষ। আইন আমার পেশা। যথাযথ অনুমতি নিয়েই আমার পরিবারের সদস্যরা ব্যাংকক যাবে।
এদিকে, শেখ শাইরাকে কেন বিদেশ যেতে দেয়া হয়নি- এই প্রশ্নের উত্তর জানতে এসবি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বে থাকা বিশেষ পুলিশ সুপার, ডিআইজি ইমিগ্রেশন ও এসবি প্রধানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো সাড়া পায়নি।
পাঠকের মতামত
বাংলাদেশের পাবলিকের শুধু একটাই কাজ আর তা হল নাটক দেখতে থাকা।