ঢাকা, ১৪ মে ২০২৫, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ভারতের উদ্বেগ

মানবজমিন ডেস্ক
১৪ মে ২০২৫, বুধবার
mzamin

বাংলাদেশে আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক ঘটনা বলে জানিয়েছে ভারত। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ওই সাংবাদিক তার কাছে জানতে চান বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এ বিষয়ে আপনি কী বলবেন। জবাবে জয়সোয়াল বলেন, গণতন্ত্রে কাজের একটা পদ্ধতি আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই গণতান্ত্রিক পদ্ধতি না মেনে। সঙ্গত কারণেই এটি এক উদ্বেগজনক ঘটনা। গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বাভাবিক কারণেই উদ্বিগ্ন। কারণ, এর মধ্যদিয়ে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা হয়েছে এবং সেই কারণে বাংলাদেশে রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে যাচ্ছে। জয়সোয়াল এই প্রসঙ্গে ভারতের পুরোনো মনোভাব স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমরা চাই, বাংলাদেশে দ্রুত সুষ্ঠু, অবাধ ও সবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। গত শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। একইদিন নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করার সিদ্ধান্ত নেয়। 
 

পাঠকের মতামত

Do not poke noose into our affairs Mr. Spoke person.

Fazle Ahmed
১৪ মে ২০২৫, বুধবার, ১০:৪৯ পূর্বাহ্ন

বিগত পনর বছরের আওয়ামী স্বৈরশাসনে মদদ দেয়া গনতন্ত্রের জন্য কোনভাবে উদ্বেগর বিষয় মনে হয়নি এই প্রতিবেশী রাষ্ট্রের। তাদের এমন পক্ষপাত অবস্থান থেকে একতরফা সুযোগ নেয়া ও দাদাগিরি প্রদর্শন আর চলবে না।

মোহাম্মদ হারুন আল রশ
১৪ মে ২০২৫, বুধবার, ৯:৩৬ পূর্বাহ্ন

অতীতে তোমরা ভারতীয়রা এদেশের গনতন্ত্র ধ্বংস করেছ।

Jashim
১৪ মে ২০২৫, বুধবার, ৯:৩৫ পূর্বাহ্ন

বাংলাদেশের মানুষ জানতে চায় আঃলীঃ এর জন্য এত দরদ উথলে ওঠে কেন ? যাকে এদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে গন হত্যা গুম খুন ইত্যাদির অপরাধে।

দাদা
১৪ মে ২০২৫, বুধবার, ৮:৫২ পূর্বাহ্ন

দাদাবাবুরা কিভাবে একজন আন্তর্জাতিক ভাবে চিহ্নিত গনহত্যাকারীকে আশ্রয় দিয়ে রেখেছেন।

দাদা
১৪ মে ২০২৫, বুধবার, ৮:৪৮ পূর্বাহ্ন

২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে, ২০২৪ সালে যখন আমি ডামি নির্বাচন হয়েছে,২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যখন ১৫৩ জন নির্বাচিত হয়েছিল তখন দাদাবাবুদের অন্তর্ভূক্তিমূলক কান্না এবং উদ্বেগ কোথায় ছিল ?

দাদা
১৪ মে ২০২৫, বুধবার, ৮:৪৫ পূর্বাহ্ন

বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে ভারত হস্তক্ষেপ না করলে বাংলার মানুষ খুশি হবে।

Rakib Hassan
১৪ মে ২০২৫, বুধবার, ৮:৪৩ পূর্বাহ্ন

জামাতকে যে আইনে নিষিদ্ধ করেছিলো আঃলীঃ ঠিক সেই আইনেই আঃলীঃ কে নিষিদ্ধ করা হয়েছে। আর জামাত নিষিদ্ধ হওয়ার সময়তো বলতে শুনিনি আইনানুযায়ী হয় নি এবং কোনো উদ্বেগ প্রকাশ করতেও দেখিনি কিন্তু কেন ?

দাদা
১৪ মে ২০২৫, বুধবার, ৮:৩৪ পূর্বাহ্ন

৯, ১৪,১৮, ২৪ সালে নির্বাচনের সময় ভারতের এই মতামত কোথায় ছিল ? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালকে এই প্রশ্ন করার মত কোন সাংবাদিক সেখানে নাই ? আমাদের দুর্ভাগ্য সেখানে এই প্রশ্ন করার মত কোন সাংবাদিক আমরা তৈরী করতে পারিনি ।

আকাশ
১৪ মে ২০২৫, বুধবার, ৮:২৩ পূর্বাহ্ন

আমাদের আভ্যন্তরীন বিষয়ে ভারতের হস্তক্ষেপ আর মেনে নেয়া যায় না । এরা কথায় ভারতে মুসলিম হত্যা করছে, যখন তখন মসজিদ ভেঙ্গে দিচ্ছে । এই গুলি এখন আন্তরজাতিক ফোরামে উঠানো দরকার ।

zakiul Islam
১৪ মে ২০২৫, বুধবার, ৮:২২ পূর্বাহ্ন

আহারে গণতন্ত্রের ফেরিওয়ালা! আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পিছনে ভারতের ভূমিকা আছে বলে মনে হয়। কারণ, ভারতের আস্কারা পেয়ে আওয়ামী লীগ স্বৈরাচারী হয়ে ওঠে!

কে. জামান
১৪ মে ২০২৫, বুধবার, ৭:০২ পূর্বাহ্ন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারত উদ্বিগ্ন। অথচ- •১৬ বছর ধরে আওয়ামী লীগকে দিয়ে তিন তিনটি প্রহসনের নির্বাচনের সময় ভারত উদ্বিগ্ন ছিল না। •বিডিআর, শাপলা ও জুলাই গণহত্যার সময় ভারত উদ্বিগ্ন ছিল না। •পঁচাত্তরে শেখ মুজিব কে দিয়ে সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করার সময় ভারত উদ্বিগ্ন ছিল না। •'আজীবন মনে রাখার মত' বাংলাদেশ থেকে লুটপাট করার সময় ভারত উদ্বিগ্ন ছিল না। •দেশপ্রেমিক বাংলাদেশী নাগরিকদের গুম করে ভারতে তুলে নেওয়ার সময় ভারত উদ্বিগ্ন ছিল না। বাংলাদেশকে দীর্ঘদিন অঙ্গরাজ্যের মতো ব্যবহার করে এখন যখন তাদের দল নিষিদ্ধ হলো, এখন সেটাকে তারা নিজেদের অঙ্গ হানি মনে করে উদ্বিগ্ন। তারমানে, ভারত যেটাই উদ্বিগ্ন, সেটাই বাংলাদেশের জন্য সঠিক সিদ্ধান্ত। -ড. তুহিন মালেক

আরিফ
১৪ মে ২০২৫, বুধবার, ৬:৫১ পূর্বাহ্ন

India must stop interfering in all affairs of Bangladesh. Period!

Nam Nai
১৪ মে ২০২৫, বুধবার, ৬:৩৬ পূর্বাহ্ন

তার মানে বাংলাদেশ ঠিক পথেই আছে। বাদরের দল পাকিস্তানের হাতে মাইর খাইয়াও খাসলত বদলায়নাই।

Ashraf
১৪ মে ২০২৫, বুধবার, ৬:২২ পূর্বাহ্ন

ভারত নিজের নিজের চিন্তা করতে পারে না সালারা।

Rubayet
১৪ মে ২০২৫, বুধবার, ৪:১১ পূর্বাহ্ন

ভারতীয় বেটারা শয়তান।১৭বছরে বেটারা কথা বলেনি। আওয়ামী লীগ ভোট করেনি.

মো.ওয়ালীউর রহমান
১৪ মে ২০২৫, বুধবার, ১২:৫৩ পূর্বাহ্ন

ভারতের উচিৎ নিজের চরকায় তেল দেয়া।

বাঙালী
১৪ মে ২০২৫, বুধবার, ১২:৪৮ পূর্বাহ্ন

ভারতের উদ্বেগে বাংলাদেশের উদ্বেগ

Ahmed
১৪ মে ২০২৫, বুধবার, ১২:৩৫ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status