ঢাকা, ১৭ মে ২০২৫, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

১৮ বছর পর ডোমারে আসছেন খালেদা জিয়ার ভাগ্নে তুহিন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
১৭ মে ২০২৫, শনিবার
mzamin

ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে বরণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নীলফামারীর ডোমার উপজেলা ও পৌর বিএনপি। ডোমার হাইস্কুল মাঠে তৈরি হয়েছে বিশাল মঞ্চ। আজ (শনিবার) দেড়যুগ পর নিজের বাড়িতে আসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে তুহিন। বর্তমানে তিনি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য। দীর্ঘ ১৮ বছর বিদেশে থাকার পর গত ২২শে এপ্রিল আমেরিকা থেকে তিনি বাংলাদেশে আসেন। নীলফামারীর হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা এ সময় তাকে স্বাগত জানান। জানা যায়, নীলফামারী জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য তুহিন ছিলেন সর্ব মহলে পরিচিত ও জনপ্রিয় মুখ। তৎকালীন সেনা শাসনামলে মাতৃভূমি ত্যাগ করে বিদেশে যেতে বাধ্য হন তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে ফেরার অনেক চেষ্টা করেছিলেন। শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে দেশে ফিরতে পারেন নি সাবেক এ সংসদ সদস্য। মিথ্যা মামলায় তাকে দণ্ডিত করে আওয়ামী লীগ সরকার। দেশে এসে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। গত ৮ই মে হাইকোর্ট থেকে তিনি জামিনে মুক্তি পান। এদিকে শনিবার নীলফামারীতে তুহিনের আগমন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে জেলা ও উপজেলা বিএনপি। শনিবার সকাল সোয়া ১১টায় ঢাকা থেকে সৈয়দপুরে নামবেন। বেলা ১২টায় জেলা বিএনপি তাকে সংবর্ধনা প্রদান করবে। বিকাল ৩টায় ডোমার হাইস্কুল মাঠে জনসভার মাধ্যমে তাকে গণসংবর্ধনা দেয়া হবে। এদিন জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বক্তব্য রাখবেন। সন্ধ্যায় তার জন্মস্থান গোমনাতিতে সুধীজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরদিন উপজেলার বিভিন্ন পথসভায় বক্তব্য রাখবেন। বিকালে উপজেলা বিএনপি তাকে সংবর্ধনা প্রদান করবে। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন বলেন, স্মরণকালের সর্ববৃহৎ জনসভা অনুষ্ঠিত হবে আজ।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status