বাংলারজমিন
ক্যান্সার আক্রান্ত মল্লিকা বাঁচতে চায়
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
১৭ মে ২০২৫, শনিবারমুখগহ্বরের টিউমার ক্যান্সার আক্রান্ত মল্লিকা রায় (৪০)। দিন দিন যন্ত্রণায় বিষণ্ন হয়ে উঠছে জীবন। অভাবের সংসারে স্বামী-সন্তান থেকেও যেন কেউ নেই তার উপার্জন করার। ইতিমধ্যে ভিটেমাটি বিক্রি করে তার চিকিৎসা করলেও বর্তমানে টাকার অভাবে চলছে না তার চিকিৎসা। জানা যায়, দুই মেয়ের জননী মল্লিকা পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর জয়পুর গ্রামের বাসিন্দা। স্বামী হরবিলাস রায় পেশায় একজন দিনমজুর। শুরুতে প্রাথমিক চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছে। তবে বর্তমানে চিকিৎসার ব্যয়ভার বহন করতে অক্ষম তার পরিবার। তার স্বামী হরবিলাস জানান, প্রায় দেড় বছর আগে তার ক্যান্সার ধরা পড়লে উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল নেয়া হয়। দীর্ঘদিন সেখানে চিকিৎসা চালাতে গিয়ে এ পর্যন্ত প্রায় ৫ লাখ টাকা খরচ হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আরও ৩ থেকে ৪ লাখ টাকার প্রয়োজন। তিনি আরও বলেন, চিকিৎসার জন্য অর্থ জোগানের ব্যবস্থা করার চ্যালেঞ্জের সঙ্গে এখন যোগ হয়েছে ঋণ পরিশোধের চাপ ও মানসিক যন্ত্রণা। তাই তিনি স্ত্রীর চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও দানশীলদের সহযোগিতা কামনা করছেন।