ঢাকা, ১৭ মে ২০২৫, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও নবীন বরণ

বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:

(২৩ ঘন্টা আগে) ১৬ মে ২০২৫, শুক্রবার, ১০:৩০ অপরাহ্ন

mzamin

নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও নবীনবরণ আয়োজিত হয়েছে। শুক্রবার জেলা শিল্পকলা একাডেমিতে একাডেমির কালচারাল অফিসার রুনা লায়লার সভাপতিত্বে ও  মোতাহার হোসেন অনিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরন করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর মঈনুল ইসলাম, নরসিংদী স্থানীয় সরকার বিভাগ ও উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনার উপ-পরিচালক   মোঃ মনোয়ার হোসেন। 
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এইচ এম. আজিমুল হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাছান পাটোয়ারী,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  সারোয়ার আলম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওসিন জাহান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিনা তানী বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রধানগণ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ,জেলা শিল্পকলা একাডেমি প্রশিক্ষকবৃন্দও শিক্ষার্থীবৃন্দ ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status