বাংলারজমিন
শ্রীনগরে র্যাব পরিচয়ে দুই প্রবাসীর কাছ থেকে ৩৬ লাখ টাকা ছিনতাই
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
১৭ মে ২০২৫, শনিবার
গত বৃহস্পতিবার সকাল ১০টার ফ্লাইটে সৌদি আবর থেকে ঢাকা এয়ারপোর্টে নামেন জসিম শেখ ও সুজন খান নামে দুই যুবক। সেখান থেকে স্বজনদের নিয়ে সিএনজিযোগে আসেন পুরান ঢাকার তাঁতীবাজারে। এ সময় স্বজনরা তাঁতীবাজারে এসে আলাদা হয়ে যান। পরে জসিম ও সুজন সৌদি আরব থেকে আনা স্বর্ণ ও রিয়াল তাঁতীবাজারে বিক্রি করে রওনা দেন শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের চারিপাড়া ও রাঢ়িখাল ইউনিয়নের কবুতর খোলা গ্রামের উদ্দেশ্যে। উঠে বসেন দোহারগামী নগর পরিবহনের বাসে। পরে সন্ধ্যা ৭টার দিকে তাদের বহন করা বাসটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের উপজেলার মাশুরগাও ফেরিঘাট ব্রিজের উপর আসলে সাদা রঙের মাইক্রোবাস এসে সামনে থেকে ব্যারিকেট দেয়। এ সময় র্যাব’র কটি পরা ও অগ্নেয়াস্ত্র নিয়ে কয়েকজন বাসে ওঠে। জসিম ও সুজনের কাছে জাল টাকা রয়েছে এ কথা বলে তাদেরকে তুলে নেয়া হয়। কিন্তু পরবর্তীতে র্যাব-১০ ভাগ্যকুল ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হলে ক্যাম্প কমান্ডার এএসপি আনোয়ার হোসেন জানান- সেখানে র্যাব’র কোনো টিম অভিযান চালায়নি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা শুনে তাদের পরিবার নিশ্চিত হয় তাদের দু’জনকেই তুলে নেয়া হয়েছে। স্বজনরা ছুটে আসেন শ্রীনগর থানায়। রাত পৌনে ১০টার দিকে মাইক্রোবাস থেকে তাদেরকে ছেরে দিলে তারা শ্রীনগর থানায় এসে উপস্থিত হয়। এ সময় তারা জানায়, র্যাব পরিচয়ে তুলে নেয়ার পর জসিমের কাছ থেকে ১১ লাখ ৩০ হাজার ও সুজন খানের কাছ থেকে ২৫ লাখ টাকা কেড়ে নেয়া হয়। পরে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় তাদেরকে নামিয়ে দেয়া হয়। শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।