বিশ্বজমিন
স্পটিফাইয়ে পাকিস্তানি গান বন্ধ করলো ভারত
মানবজমিন ডেস্ক
(২১ ঘন্টা আগে) ১৬ মে ২০২৫, শুক্রবার, ৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৪১ অপরাহ্ন

জনপ্রিয় অডিও স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাইয়ে সকল পাকিস্তানি গান বন্ধ করে দিয়েছে ভারত। এতে সঙ্গীতপ্রেমীদের মধ্যে উদ্বেগ ও হাতাশা তৈরি হয়েছে বলে জানিয়েছে অনলাইন জিও নিউজ। মান্দ, ঝোল এবং ফাসলের মতো জনপ্রিয় গানগুলোও সরিয়ে নিয়েছে দেশটি। বুধবার রাত থেকে ভারতে স্পটিফাই থেকে এসব গান একদম উধাও করে দেয়া হয়েছে। ফলে ভারতের সঙ্গীতপ্রেমী মানুষের মধ্যে একধরণের শূণ্যতা তৈরি হয়েছে। এনডিটিভি জানিয়েছে, ৮ মে ভারত সরকার কর্তৃক জারি করা একটি নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। যেখানে সকল ওটিটি প্ল্যাটফর্ম (ওভার-দ্য-টপ), মিডিয়া স্ট্রিমিং পরিষেবা এবং ডিজিটাল মধ্যস্থতাকারীদের পাকিস্তানের সকল স্ট্রিমিং অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। এই নির্দেশের পরই পাকিস্তানের ডিজিটাল কার্যক্রম সংকোচিত করা হচ্ছে।
পাঠকের মতামত
The Same things need to be escalated with Bangladeshi Media, All types of Media related subject, OTT, Channels, everythings to be permanently close & postponded in India.