বিশ্বজমিন
মেলবোর্নে শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার এক কর্মী
মানবজমিন ডেস্ক
(৬ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১:০৮ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে অবস্থিত একটি শিশু যত্ন কেন্দ্রে (চাইল্ড কেয়ার) ভয়াবহ যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন ২৬ বছর বয়সী জোশুয়া ব্রাউন নামের এক কর্মী। তার বিরুদ্ধে ৭০টিরও বেশি যৌন অপরাধের অভিযোগ আনা হয়েছে। তার এই যৌনতার শিকার হয়েছে মাত্র পাঁচ মাস থেকে দুই বছর বয়সী শিশুরা। ব্রাউন মেলবোর্নের পয়েন্ট কুক অঞ্চলের বাসিন্দা। মে মাসে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নের পাশাপাশি শিশুদের দিয়ে তৈরি করা যৌন নিপীড়নমূলক ভিডিও তৈরি ও সেগুলো ডিজিটাল মাধ্যমে ছড়ানোর অভিযোগ রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।
ভিক্টোরিয়া রাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. ক্রিশ্চিয়ান ম্যাকগ্রাথ জানিয়েছেন, প্রায় ১২০০ শিশুকে সংক্রামক রোগের জন্য পরীক্ষা করানো হবে। যদিও ঝুঁকি কম বলেই ধারণা করা হচ্ছে, তবে শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। পরীক্ষাগুলো অ্যান্টিবায়োটিক দিয়ে নিরাময়যোগ্য কিছু সংক্রমণ সম্পর্কিত বলেও জানান তিনি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ব্রাউন ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে কমপক্ষে ২০টি চাইল্ড কেয়ারে কাজ করেছেন। আরও একটি চাইল্ড কেয়ারে নির্যাতনের আলামত পাওয়া গেছে। সেটি এখন অগ্রাধিকারভিত্তিতে তদন্ত করা হচ্ছে। একটি সরকারি ওয়েবসাইটে ব্রাউনের কর্মস্থলের তালিকা প্রকাশ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার জন্য একটি হটলাইন চালু করা হয়েছে। পুলিশ জানায়, এই তদন্ত একটি প্রোএকটিভ অভিযান- মানে কোনো ভুক্তভোগীর অভিযোগ নয়, বরং চাইল্ড অ্যাবিউজ ম্যাটেরিয়াল (শিশু নির্যাতন সম্পর্কিত ভিডিও বা ছবি) উদ্ধারের পর তদন্ত শুরু হয়। জোশুয়া ব্রাউন আগে কোনো অপরাধে অভিযুক্ত ছিলেন না। শিশুদের সঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় ‘ওয়ার্কিং উইথ চিলড্রেন’-এর অনুমোদন ছিল। তা এখন বাতিল করা হয়েছে। ভিক্টোরিয়ার প্রধানমন্ত্রী জাসিন্তা অ্যালেন বলেন, এটি প্রতিটি পিতামাতার সবচেয়ে বড় দুঃস্বপ্ন। আমি এই ভয়াবহ অপরাধে অত্যন্ত মর্মাহত। তিনি জানান, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘ওয়ার্কিং উইথ চিলড্রেন’ স্ক্রিনিং নিয়মের সংস্কার করা হবে এবং তা আগামী মাসেই কার্যকর হবে।