বিশ্বজমিন
আনুষ্ঠানিকভাবে সিরিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের
মানবজমিন ডেস্ক
(৮ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:১৯ অপরাহ্ন

সিরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ বিষয়ে সোমবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। এর ফলে সিরিয়ার ওপর দীর্ঘদিনের আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেয়া হলো। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের ছয় মাস পর এই পদক্ষেপের ফলে সিরিয়ায় বিনিয়োগের পথ খুলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানায়, এই আদেশ সিরিয়ার উন্নয়ন, সরকারি কার্যক্রম এবং সামাজিক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। সিরিয়ার সরকার ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধেরও আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়ে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আরোপিত এই নিষেধাজ্ঞাগুলো দেশটির অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে এবং পুনর্গঠনের চেষ্টাগুলো বাধাগ্রস্ত করেছে।
মধ্যপ্রাচ্যে মে মাসে সফরের সময় ট্রাম্প সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেন। তিনি বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি সিরিয়াকে সমর্থন করে যা স্থিতিশীল, ঐক্যবদ্ধ এবং আত্মমর্যাদায় পরিপূর্ণ এবং তার প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে। তিনি আরও বলেন, একটি একীভূত সিরিয়া, যা সন্ত্রাসী সংগঠনের জন্য আশ্রয়স্থল হবে না এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে, তা আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে ভূমিকা রাখবে।
এই নিষেধাজ্ঞা শিথিলের মধ্যেও সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার ঘনিষ্ঠরা, ইসলামিক স্টেট (আইএসআইএল বা আইএসআইএস), ইরান এবং তাদের মিত্রদের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাগুলো বহাল থাকবে বলে জানায় হোয়াইট হাউস। ট্রেজারি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যেই ৫১৮টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকা থেকে সরিয়ে ফেলা হয়েছে। তবে সব ধরনের নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হচ্ছে না। বিশেষ করে, ‘সিজার অ্যাক্ট’-এর আওতায় দেয়া নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের আগে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে তা পর্যালোচনা করতে বলা হয়েছে। এই আইন সিরিয়ার যুদ্ধাপরাধের অভিযোগে কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সুযোগ দিয়েছিল।
পাঠকের মতামত
বোঝা যাচ্ছে সিরিয়ায় আমেরিকা ও ইসরাইল নতুন দালাল খুঁজে পেয়েছে।