ঢাকা, ১৭ মে ২০২৫, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

ছাত্রীর সঙ্গে যৌন সম্পর্ক, আজীবন নিষিদ্ধ শিক্ষক

মানবজমিন ডেস্ক

(৭ ঘন্টা আগে) ১৭ মে ২০২৫, শনিবার, ১১:১১ পূর্বাহ্ন

mzamin

সাবেক এক ছাত্রীর সঙ্গে অনৈতিক যৌন সম্পর্ক গড়ে তুলেছিলেন বৃটেনের একজন শিক্ষক ডেভিড ব্লাইট। এ অভিযোগে তাকে শিক্ষকতা পেশায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, প্রুডহো কমিউনিটি হাই স্কুলের শিক্ষক ডেভিড ব্লাইটকে তার সাবেক এক অসহায় ও সংবেদনশীল  ছাত্রীর সঙ্গে অনৈতিক যৌন সম্পর্ক গড়ে তোলার অভিযোগে বৃটেনের শিক্ষক নিয়ন্ত্রণ সংস্থা আজীবনের জন্য শিক্ষকতা থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে। খবরে বলা হয়েছে, ৫৯ বছর বয়সী বিবাহিত ওই শিক্ষক ওই ছাত্রীর কাছ থেকে যৌন উদ্দীপক ছবি ও ভিডিও চেয়েছিলেন এবং একাধিকবার গাড়ি ও বনের মতো জনবিচ্ছিন্ন স্থানে তার সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হয়েছিলেন। তাছাড়া, অভিযোগ রয়েছে যে তিনি ওই ছাত্রীর কাছে মরফিনের প্রস্তাবও দিয়েছিলেন।

ব্লাইটের এই আচরণ শিক্ষকতা পেশার জন্য ‘গভীর অসম্মানজনক’ এবং পেশার মানদণ্ডের ‘গুরুতর লঙ্ঘন’। ব্লাইট ১৯৯৯ সালে স্কুলে শিক্ষকতা শুরু করেন এবং ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ওই ছাত্রীকে পড়াতেন। ২০১১ সালে তিনি ষষ্ঠ শ্রেণির প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পান। ২০১৬ সালে ছাত্রীটি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে থাকাকালে তাদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় পুনরায় যোগাযোগ হয়। ছাত্রীটির মা বিষয়টি একজন চিকিৎসককে জানালে তা একটি স্থানীয় কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে স্কুল প্রশাসনের কাছে পৌঁছে যায়। স্কুল কর্তৃপক্ষ তদন্ত শেষে জানুয়ারি ২০২২-এ ব্লাইটকে চাকরি থেকে বরখাস্ত করে এবং বিষয়টি বৃটেনের শিক্ষক নিয়ন্ত্রণ সংস্থার কাছে হস্তান্তর করে। বৃটেনের শিক্ষক নিয়ন্ত্রণ সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী, ব্লাইট আগামী দুই বছর অর্থাৎ এপ্রিল ২০২৭ পর্যন্ত এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন করতে পারবেন না। যদি তিনি পরে আবেদন করেন, একটি প্যানেল তা পর্যালোচনা করবে। আবেদন প্রত্যাখ্যাত হলে, তিনি আজীবন শিক্ষকতা পেশা থেকে নিষিদ্ধ থাকবেন। বৃটেনের শিক্ষক নিয়ন্ত্রণ সংস্থা বলেছে, ব্লাইট তার আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন এবং স্বীকার করেছেন যে, এতে তার পরিবার ও ক্যারিয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগে তার রেকর্ড খুব ভালো ছিল।
 

পাঠকের মতামত

আহা! এই রকম উদাহরণ যদি আমার প্রাণের দেশে স্থাপন করা যাইতো!

Eyaqub
১৭ মে ২০২৫, শনিবার, ১২:০৭ অপরাহ্ন

শিক্ষকতা না করলেও ওরা অন্য উপায় অবলম্বন করে বেঁচে থাকতে পারবে। এ পানিশমেন্ট গ্রহণ যোগ্য নয় বর্তমান বিশ্বে বিশেষ করে ইউরোপের দেশে যেখানে অবাধে মেলামেশার গ্রহণ আইন আছে ।

Khokon
১৭ মে ২০২৫, শনিবার, ১২:০৫ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status