বিশ্বজমিন
গুপ্তচরবৃত্তির অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ভারত
মানবজমিন ডেস্ক
(৫ ঘন্টা আগে) ১৭ মে ২০২৫, শনিবার, ২:১৬ অপরাহ্ন

গুপ্তচর বৃত্তির অভিযোগে হরিয়ানার এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ভারত। তার বিরুদ্ধে পাকিস্তানের কাছে স্পর্শকাতর তথ্য তুলে দেয়ার অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে এ সপ্তাহে রাজ্যটিতে দ্বিতীয়বারের মতো কাউকে গ্রেপ্তার করা হলো। ২৫ বছর বয়সী ওই যুবকের নাম দেবেন্দ্র সিং ধিলন। তিনি পাতিয়ালার খালসা কলেজের রাষ্ট্র বিজ্ঞানের ছাত্র। নিজের ফেসবুক অ্যাকাউন্টে পিস্তল ও বন্দুকের ছবি আপলোড করার জন্য ১২ মে তাকে কৈথাল থেকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদের সময় জানা যায়, নভেম্বরে তিনি কর্তারপুর করিডোর দিয়ে পাকিস্তানে যান। এরপর পাকিস্তানের আইএসপিআর কর্মকর্তাদের সঙ্গে সংবেদনশীল তথ্য শেয়ার করেন। অভিযোগ আছে, আইএসপিআর কর্মকর্তারা ধিলনের কাছ থেকে তথ্য নেয়ার জন্য তার পেছনে প্রচুর অর্থ ব্যয় করেন। কৈথালের পুলিশ সুপারিনটিন্ডেন্ট আস্থা মোদি বলেন, ধিলন পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে পাতিয়ালা সামরিক সেনানিবাসের ছবি শেয়ার করেছেন। তদন্তের জন্য তার মোবইল জব্দ করা হয়েছে। এছাড়া পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে অর্থ লেনদেনের বিষয়টি নিশ্চিতে তার ব্যাংক অ্যাকাউন্ট তদন্ত করা হচ্ছে।
একই অভিযোগে কিছুদিন আগে ২৪ বছর বয়সী নওমান ইলাহিকে গ্রেপ্তার করে দেশটি। উত্তর প্রদেশের ওই বাসিন্দা হরিয়ানাতে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন। অভিযোগ আছে পাকিস্তানকে তথ্য দেয়ার জন্য তিনি অর্থ পেতেন। এছাড়া পাঞ্জাব পুলিশ গত সপ্তাহে দিল্লিতে অবস্থিত হাইকমিশনে নিযুক্ত এক পাকিস্তানি কর্মকর্তার সঙ্গে সম্পর্কিত গুপ্তচরবৃত্তির কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে একজন নারীসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।