বিশ্বজমিন
দল ত্যাগের ঘোষণা দিলেন ইউন সুক ইওল
মানবজমিন ডেস্ক
(৫ ঘন্টা আগে) ১৭ মে ২০২৫, শনিবার, ৩:০৮ অপরাহ্ন

দল ত্যাগের ঘোষণা দিলেন দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইউন সুক ইওল। শনিবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে ইউন বলেন, তিনি রক্ষণশীল পিপল পাওয়ার পার্টি (পিপিপি) ত্যাগ করছেন। ৩ জুনের আগাম নির্বাচনের আগে অনুষ্ঠিত এক জরিপে পিপিপি’র প্রেসিডেন্ট প্রার্থী কিম মুন-সু লিবারেল ডেমোক্রেটিক পার্টির লি-জে-মিউং থেকে পিছিয়ে থাকার পরই এ সিদ্ধান্ত এলো। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
শুক্রবার প্রকাশিত গ্যালাপ কোরিয়ার এক জরিপ অনুযায়ী, শতকরা ২৯ শতাংশ মানুষ পিপিপি’র প্রেসিডেন্ট পদপ্রার্থী কিম মুন-সু’কে সমর্থন করেছেন। ৫১ শতাংশ সমর্থন করেছেন লি-জে-মিউং’কে। এদিকে ইউন তার পোস্টে লেখেন, আমি কোরিয়ার প্রজাতন্ত্রকে রক্ষার জন্য পিপল পাওয়ার পার্টি ত্যাগ করছি। এসময় তিনি সবার প্রতি কিম মুন-সো’কে সমর্থন করার আহ্বান জানান। রোববার নিজেদের প্রথম টেলিভিশন বিতর্কে মুখোমুখি হতে চলেছেন, লি ও কিম। ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করেন ইউন সুক ইওল। তিনি দাবি করেন, আইনসভার অচলাবস্থা ভাঙ্গতে ও উত্তর কোরিয়াপন্থি রাষ্ট্রবিরোধী শক্তিগুলোকে উৎপাটন করার জন্য সামরিক আইন জারি প্রয়োজন ছিলো। জানুয়ারিতে ইউনের গ্রেপ্তারি পরোয়ানার অনুমোদন দেয় আদালত। ওই সময় ইউনপন্থি সমাবেশগুলো সহিংস হয়ে ওঠে। গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদনের পর ইউনের সমর্থকরা একটি আদালতে হামলা চালায়। এর মধ্যে চারজনকে এ সপ্তাহে কারাদণ্ড দেয়া হয়েছে।