খেলা
সমর্থকদের ‘নিষ্ঠুর’ না হতে অনুরোধ সালাহর
স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০২৫, রবিবারইংলিশ প্রিমিয়ার লীগে চলতি মৌসুমে আরও দু’টি ম্যাচ বাকি শিরোপাজয়ী লিভারপুলের। আগামী মঙ্গলবার অলরেডরা খেলবে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মাঠে। শেষ ম্যাচে পরের রোববার ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ক্রিস্ট্যাল প্যালেস। সেটিই হতে পারে লিভারপুলের হয়ে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের শেষ ম্যাচ। বিদায়ী ঘোষণা দেয়ার পর অ্যানফিল্ডে ইতিমধ্যে একবার দুয়ো শুনেছেন এই ইংলিশ ডিফেন্ডার। আনর্ল্ডের সম্ভব্য বিদায়ী ম্যাচে তাই এর পুনরাবৃত্তি চান মো সালাহ। স্রেফ ছয় বছর বয়সে লিভারপুলের একাডেমিতে আসেন আলেক্সান্ডার-আর্নল্ড। একাডেমি থেকে ধীরে ধীরে জায়গা করে নেন যুবা দলে। সেখানে দ্যুতি ছড়িয়ে জায়গা পান মূল দলেও। ২০ বছর পর সেই চিরচেনা শহর, ক্লাবকে ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আর্নল্ড। তার সম্ভব্য গন্তব্য হিসেবে ধরা হচ্ছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। ইতালিয়ান জনপ্রিয় ফুটবলভিত্তিক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্যানুযায়ী, অল হোয়াইটরা আসন্ন ক্লাব বিশ্বকাপে খেলার জন্য আর্নল্ডকে ইতিমধ্যে ২ মিলিয়ন ইউরো অফার করেছে। তবে ক্লাব ছাড়ার ঘোষণা দেয়ার পর পরই তার রিয়ালে যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পরে চারদিকে। এরপর গত রোববার আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠে খেলার সময় সমর্থকদের একটি অংশ থেকে দুয়ো ভেসে আসে আর্নল্ডের উদ্দেশ্যে। বাকি দুই ম্যাচেও যে এমন কিছু হবে না, সেটি তো আর নিশ্চিত করা যাচ্ছে না। সেদিন ম্যাচের পরই সমর্থকদের এহেন আচরনে হতাশা প্রকাশ করে কোচ আর্নে স্লট ও কয়েকজন সতীর্থ। এ প্রসঙ্গে এবার কথা বললেন মিশরীয় তারকা সালাহও। এই অলরেড ফরোয়ার্ড স্কাই স্পোর্টসে বলেন, ‘অবশ্যই (সমর্থকদের আচরণে দুঃখ পেয়েছি).. লিভারপুল সমর্থকদের আচরণ তো এমন হওয়ার কথা না, আমি খুবই অবাক হয়েছি। কারও প্রতিই এমন প্রতিক্রিয়া দেখানো উচিত নয়। এখানে যারা অন্তত ছয় মাসের জন্য হলেও খেলেছে, সবাইকে আমরা সবসময় প্রশংসা করি। এই ৩২ বছর বয়সী ফুটবলার যোগ করেন, ভাবুন, যে ছেলেটি গত ২০ বছর ধরে ক্লাবের প্রতি নিজের সবকিছু উজাড় করে দিয়েছে, তার সঙ্গে এমন হওয়া উচিত নয়। পরের ম্যাচে এটি বদলাবে বলে আমি আশাবাদী, তা ব্রাইটনের বিপক্ষে হোক আর মৌসুমের শেষ ম্যাচে..’ প্রিয় সতীর্থের প্রস্থানের পর তাকে মনে পড়বে সালাহর, ‘অবশ্যই ওকে অনেক মনে পড়বে। গতকাল ওকে বলেছি যেন বিদায়বেলায় চোখে চোখ না রাখে। কারণ, ওকে সত্যিই অনেক ভালোবাসি।’ লিভারপুলে কোনোভাবেই যে আর্নল্ড দুয়োর প্রাপ্য না, সেটি মনে করিয়ে সালাহ বলেন, ‘সমর্থকরা ওর প্রতি নিষ্ঠুর আচরণ করেছে। এটি ওর প্রাপ্য না, কেননা এই সমর্থকদের জন্য ও সবটুকু উজাড় করে দিয়েছে।’