ঢাকা, ১৮ মে ২০২৫, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

রেকর্ড ছক্কায় ইমনের সেঞ্চুরি, বাংলাদেশের ১৯১

স্পোর্টস ডেস্ক

(৩ ঘন্টা আগে) ১৭ মে ২০২৫, শনিবার, ১০:৪৯ অপরাহ্ন

mzamin

শুরু থেকেই ঝড় চালিয়ে গেলেন! কখনও তাওহীদ হৃদয় বা কখনও জাকের আলী সঙ্গ দিলেন! তবে নিয়মিত সঙ্গী বদলালেও পারভেজ হোসেন ইমনের ব্যাটে ঝড় থামেনি কখনো। গুনে গুনে হাঁকালেন ৯টি ছক্কা, যেটা কিনা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে হাঁকানো বাংলাদেশি কোনো ব্যাটারের সর্বোচ্চ ছক্কা। ১৯তম ওভারের শেষ বলে পূর্ণ করলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রথম সেঞ্চুরি, এখানে অবশ্য তিনি দ্বিতীয়। এর আগে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ক্রিকেটের এই সংস্করণে সেঞ্চুরি করেন তামিম ইকবাল। 

২ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আজ সংযুক্ত আরব আমিরাতকে ১৯২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ৫৪ বলে ৯ ছকা আর ৫ চারে ঠিক ১০০ রান করেন ইমন। বাংলাদেশের ব্যাটিং ইনিংসটাই ইমনময়! আর কেউ ৩০ রানও করতে পারেননি। বাকিদের মধ্য সর্বোচ্চ ২০ রান করেন হৃদয়।   

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status