খেলা
মোস্তাফিজকে দলে নেয়ায় দিল্লির ম্যাচ বয়কটের ঘোষণা
স্পোর্টস ডেস্ক
(১ দিন আগে) ১৬ মে ২০২৫, শুক্রবার, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

মোস্তাফিজুর রহমানকে আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ) চলতি আসরে দলে নেয়ায় দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছেন কিছু সমর্থক। এমন প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বেশ ক’দিন ধরে চলমান রয়েছে ভারত, পাকিস্তানের সামরিক সংঘাত। যার আঁচ লেগেছে বাংলাদেশ, ভারতের সম্পর্কেও। এর মধ্যে ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত ছিল আইপিএল। বিরতি শেষে শনিবার থেকে আবারও মাঠের লড়াই শুরু হচ্ছে। যদিও বর্তমান পরিস্থিতিতে বেশ কয়েকজন বিদেশী খেলোয়াড় আর ভারতে ফিরতে রাজি হননি। এর জন্যই বিসিসিআই (ভারত ক্রিকেট বোর্ড) সব ফ্র্যাঞ্চাইজিকে অস্থায়ী ভিত্তিতে বদলি খেলোয়াড় কেনার অনুমতি দেয়। এ নিয়মের ধারাবাহিকতায় দিল্লি ক্যাপিটালস কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে চুক্তিবদ্ধ করার ঘোষণা দেয়। দিল্লির হয়ে খেলা অজি ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ভারতে ফিরতে রাজি নন, তার জায়গায় অন্তর্ভুক্ত করা হয় ফিজকে। বাংলাদেশিদের মধ্যে রেকর্ডমূল্য ৬ কোটি ভারতীয় রুপিতে মোস্তাফিজকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় ৮ কোটি ৫০ লাখ টাকা। যদিও শেষ তিন ম্যাচের জন্য তাকে দলে নেয় দিল্লি।
এদিকে বাংলাদেশের সঙ্গে আরব আমিরাতের সিরিজ চলমান থাকায় শেষ দুই ম্যাচের জন্য অনাপত্তিপত্র দেয়ার বিষয়ে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির সঙ্গে আনুষ্ঠানিকতার সেই প্রক্রিয়া শুরু করেছে দিল্লি। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান ইফতেখার আহমেদ মিঠু এ বিষয়ে বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে জানান, ফাঁকা সময়টুকুর জন্য ছাড়পত্র দিতেও তারা প্রস্তুত। তিনি বলেন, ‘আমাদের ভাবনাটি সিম্পল, ন্যাশনাল ডিউটির বাইরের সময়টুকুতে সে খেলতে পারবে আইপিএলে। আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য জাতীয় দল। সে যদি স্কোয়াডে না থাকত, তাহলে (আইপিএলে) খেলতে দিতে আমাদের সমস্যা ছিল না। এখন সে দলের সঙ্গে আছে। জাতীয় দলেই খেলবে। জাতীয় দলের খেলা না থাকার সময়টায় সে গিয়ে যদি খেলে আসে (আইপিএলে), তাহলে আমাদের আপত্তি নেই।’
কিন্তু দিল্লির মোস্তাফিজকে দলে নেয়ার সিদ্ধান্ত হজম করতে পারছেন না ভারতীয় কিছু সমর্থক। বাংলাদেশের বাঁহাতি পেসারকে দলে নেয়ার সিদ্ধান্তের জন্য দিল্লির ফ্র্যাঞ্চাইজির তীব্র সমালোচনা করছেন তারা।
পাঠকের মতামত
বাংলাদেশী ক্রিকেটারদের ভূরাজনৈতিক প্রেক্ষাপট বুঝা উচিত। Career Development এর ছুরতে খালি টাকার পেছনে দৌড়ানো ভালো মানসিকতার পরিচয় বহন করে না। কোন্ দেশে কোন্ দল/লীগের হয়ে খেলা উচিৎ নাকি উচিৎ না এই বিষয়গুলো মোস্তাফিজ সহ সকল বাংলাদেশী ক্রিকেটারদের খুব ভেবেচিন্তে বিবেচনা করা দরকার। পাবলিক সেলিব্রিটিদের সামান্য একটু sacrifice একটা বিশাল অঞ্চলের ভূরাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে অল্প অল্প করে পরোক্ষ অবদান রাখতে পারে।
They don't love international cricket. They are in dark. The world is going far ahead and they (most of them) are lagging far behind.