ঢাকা, ১৭ মে ২০২৫, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

ম্যাচ কমিশনারকে ধাক্কা, ছয় মাসের নিষেধাজ্ঞা সাদের

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২৫, শনিবার
mzamin

ম্যাচ কমিশনারকে ধাক্কা মেরে ছয় মাসের নিষেধাজ্ঞা পেলেন বসুন্ধারা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। আগামী ছয় মাস বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত কোনো ফুটবল ম্যাচে খেলতে পারবেন না সাদ। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ মে কিংস অ্যারেনায় বসুন্ধরা-আবাহনীর ম্যাচে ডিফেন্ডার সাদ ম্যাচ অফিশিয়ালকে ধাক্কা দেয়ায় আগামী ৬ মাস বাফুফে কর্তৃক আয়োজিত কোনো ধরনের ফুটবলে অংশ নিতে পারবেন না সাদ। সিদ্ধান্তটি হয়েছে ১৪ মে বাফুফের শৃঙ্খলা কমিটির সভায়। সেদিন থেকে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত বাফুফের নিষেধাজ্ঞায় থাকবেন কিংসের সাদ। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানাও দিতে হবে। প্রিমিয়ার লীগে গত ২রা মে কিংস অ্যারেনায় আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচ কমিশনারকে ধাক্কা মারেন সাদ। এর আগেই অবশ্য লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান তিনি। কিন্তু ম্যাচের শেষ দিকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা।  এর জেরে একপর্যায়ে ম্যাচ কমিশনারের ওপর চড়াও হন সাদ।একই ম্যাচে 
অশালীন অঙ্গভঙ্গি করায় চার ম্যাচ নিষিদ্ধ করা হয় বসুন্ধরা কিংসের সহকারী কোচ মাহবুব হোসেন রক্সিকে। এছাড়া ডিসিপ্লিনারি কমিটির সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী কিংস অ্যারেনায় সমর্থক ও সাধারণ দর্শকদের শৃঙ্খলাবহির্ভূত কার্যকলাপ বন্ধে যথাযথ উদ্যোগ নেয়া হয়েছে। এই মাঠে কয়েকবার দর্শকদের উচ্ছৃঙ্খল ঘটনা ঘটায় আগামী ছয়টি হোম ম্যাচ দর্শকশূন্য রাখার স্থগিত শাস্তি দেয়া হয়েছে। সেক্ষেত্রে আগামী ৬ মাসে এমন ঘটনা ঘটলে আপনাআপনি এই দর্শক নিষেধাজ্ঞা কার্যকর হয়ে যাবে। সমপ্রতি প্রিমিয়ার লীগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লীগের (বিসিএল) তিনটি ম্যাচে রেফারিকে মারধরসহ কিছু অনাকাঙ্‌ক্িষত ঘটনা ঘটেছে। গত ১১ই মে ফর্টিস গ্রাউন্ডে সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির ম্যাচ শেষে রেফারিকে মারধর করায় সিটি ক্লাবকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।  একই ক্লাবের গোলকিপার প্রশিক্ষক শাহ আলম টুটুল ও চার ফুটবলার মাসুম মিয়া, মিজানুর রহমান ও আশরাফুল ইসলামকে এক বছরের জন্য বাফুফের সব ধরনের ফুটবল থেকে নিষেধাজ্ঞা দেয়া হয়। একইভাবে শৃঙ্খলাভঙ্গ করায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও ওয়ারী ক্লাবকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একইসঙ্গে দুই ক্লাবের কয়েকজন কোচিং স্টাফ, কর্মকর্তা ও খেলোয়াড়কে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেয় বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।  

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status