ঢাকা, ১৭ মে ২০২৫, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

নিজের গল্পটা আলাদাভাবে লিখতে চান ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২৫, শনিবার
mzamin

বার্সেলোনার হয়ে চলতি মৌসুম দুর্দান্ত কাটছে লামিন ইয়ামালের। স্প্যানিশ জায়ান্টদের হয়ে প্রতি ম্যাচেই নিজের প্রতিভার ঝলক দেখাচ্ছেন এই তরুণ তুর্কি। স্প্যানিশ লা লিগায় গতকাল এস্পানিওলের মাঠেও বাঁ পায়ের দুর্দান্ত এক বাঁকানো শটে লক্ষ্যভেদ করেছেন এই বার্সা ফরোয়ার্ড। ২-০ গোলে জয়ের দিন আরেক গোলেও অ্যাসিস্ট করেছেন সতীর্থ ফেরমিন লোপেজকে। ম্যাচ শেষে ক্লাবের কিংবদন্তি লিওনেল মেসিকে বরাবরের মতোই সেরা মেনে ইয়ামাল বলেন, নিজের গল্পটাও লিখতে চান। ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডট কমের খবর অনুযায়ী, এস্পানিওলের বিপক্ষে সর্বোচ্চ ৯ রেটিং পেয়েছেন লামিন ইয়ামাল। আক্রমণভাগে তার দুই সহযোদ্ধা রাফিনহা ও রবার্ট লেভানডোভস্কির রেটিং ৫ করে। গোল, অ্যাসিস্ট করেও নিজের অর্জন নিয়ে খুব একটা বাড়াবাড়ি নেই এই ১৭ বছর বয়সী তারকার। এর আগেও বেশ কয়েকবার বার্সার কিংবদন্তি আর্জেন্টাইন মহাতারকা মেসির সঙ্গে নিজের তুলনায় বাধ সেধেছেন নিজেই। কাতালান ডার্বিতে এস্পানিওলের বিপক্ষে জয়ের পরও সেরার মুকুটটা মেসিকেই পড়িয়ে দিলেন ইয়ামাল, তবে নিজের গল্পটাও লিখতে চান আলাদাভাবে। 

এই স্প্যানিশ উইঙ্গার বলেন, ‘মেসি সেরা, আমিও আমার গল্প লিখতে চাই।’ নিজের গল্পে আঁকিবুঁকি করার পথে অনেকটাই এগিয়ে গেছেন এই তরুণ ফুটবলার। এদিন এস্পানিওলের মাঠে জিতলেই লা লিগার শিরোপা নিশ্চিত হতো বার্সার। এমন ম্যাচে নিজেকে নিংড়ে দিয়েছেন ইয়ামাল। ৫৩তম মিনিটে ডি বক্সের কিছুটা বাইরে থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে বল জালে জড়ান তিনি। স্বাগতিক দলের গোলকিপার হোয়ান গার্সিয়া ডানদিকে পুরোটা ঝাঁপিয়ে পড়েও রক্ষা করতে পারেননি জাল। পরে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে রক্ষণচেরা পাসে লোপেজকে দিয়েও করিয়েছেন গোল। বার্সার একাডেমি লা মাসিয়া থেকে উঠে আসা ইয়ামাল জানিয়ে রাখলেন, সমর্থকরা শুধুমাত্র শুরুটাই দেখছে, বাকি আরও অনেক কিছুর। তিনি বলেন, ‘আমি বার্সেলোনা সমর্থকদের বলতে চাই, এটি কেবল শুরু। জিততে জিততে ক্লান্ত হয়ে যাওয়া আমার জন্য অসম্ভব। এটি (জয়ের মানসিকতা) আমার মাথায় স্থায়ীভাবে আছে।’ চলতি মৌসুমে বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইয়ামাল। লা লীগায় ৩৬ ম্যাচের মধ্যে ৩৩টিতে খেলে গোল করেছেন ৮টি, করিয়েছেন ১৫টি। স্প্যানিশ শীর্ষ লীগের ইতিহাসে এক মৌসুমে এত কম বয়সে এর চেয়ে বেশি গোল আর অ্যাসিস্টের রেকর্ড নেই আর কারও।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status