ঢাকা, ১৭ মে ২০২৫, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

কালান্দার্স শিবিরে সাকিব, মাঠে নামবেন কখন

স্পোর্টস ডেস্ক

(৭ ঘন্টা আগে) ১৭ মে ২০২৫, শনিবার, ১১:৪৫ পূর্বাহ্ন

mzamin

পাকিস্তান সুপার লীগ (পিএসএল) দিয়ে ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। পিএসএলের দুই আসরের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের হয়ে দ্বিতীয়বার নাম লিখিয়েছেন দেশসেরা এই অলরাউন্ডার। ইতিমধ্যে সাকিব যোগ দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি দলটির স্কোয়াডেও। সব ঠিকঠাক থাকলে আগামীকালই লাহোরের জার্সিতে দেখা যেতে পারে এই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে।

ভারত-পাকিস্তানের যুদ্ধাবস্থার মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) মতো এক সপ্তাহর জন্য স্থগিত থাকে পিএসএলও। এরপর যার যার দেশে ফিরে যান বিদেশি ক্রিকেটারেরা। মাঠে ফেরার আগে দুই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টেই দেখা দেয় বিদেশি খেলোয়াড়ের সংকট। সে কারণে আইপিএলে দিল্লি ক্যাপিটালস ৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে। একই ধারাবাহিকতায় পিএসএলে লাহোরে যোগ দিলেন সাকিবও। তাদের হয়ে চলতি আসরে ৫ ম্যাচ খেলেছেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার রিশাদ হোসেন। বর্তমানে রিশাদ ব্যস্ত জাতীয় দলের সংযুক্ত আরব আমিরাত সিরিজে। পিএসএল ক্যাম্পে সাকিবের যোগ দেয়ার কথা আজ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে লাহোর। বাংলাদেশি অলরাউন্ডারের মতোই ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যোগ দিয়েছেন দুই শ্রীলঙ্কান ভানুকা রাজাপাকশে ও কুশল পেরেরা। তিনজনকে স্বাগত জানিয়ে লাহোর লেখে, ‘কুশল পেরেরা, সাকিব আল হাসান ও ভানুকা রাজাপাকশে ইসলামাবাদে পৌঁছেছেন। বিদেশি কালান্দার্সরা এসে গেছে এবং পিএসএলের বাকি অংশে আলো ছড়াতে প্রস্তুত।’

প্রতিযোগিতাটির দশম আসরে শুরুতে দল পাননি সাকিব। নতুন করে তাকে নেয়া হয়েছে মূলত নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের জায়গায়। টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর বাকিদের মতোই দেশে ফিরে যান এই কিউই অলরাউন্ডার। অন্যদিকে পিএসএলের বাকি অংশে খেলতে ডাক পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এনওসি বা অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেন সাকিব। তাতে সাড়া দেয় বিসিবি। আগামীকাল রাতে পেশোয়ার জালমির মুখোমুখি হবে লাহোর। এই ম্যাচেই একাদশে দেখা যেতে পারে ৩৮ বছর বয়সী এই ক্রিকেটারকে। যদিও লীগ পর্বের এটিই শেষ ম্যাচ লাহোরের। তারা প্লে অফে উঠতে পারলে আরও ম্যাচে সুযোগ পাবেন সাকিব। বর্তমানে পিএসএলের পয়েন্ট টেবিলে ৯ ম্যাচে ৯ পয়েন্টে চতুর্থ লাহোর। সেরা চারে থেকেই লীগ পর্ব শেষ করতে পারলে প্লে অফের টিকিট পাবে শাহিন শাহ আফ্রিদির দল।

এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব। তিনি সবশেষ ম্যাচটি খেলেন গত বছরের ৩০শে নভেম্বর, আবুধাবি টি-টেন লীগে বাংলা টাইগার্সের হয়ে। এর আগে পিএসএলে তিনটি ফ্র্যাঞ্চাইজিতে খেলেন সাকিব। ২০১৬তে করাচি কিংসের হয়ে অভিষেকের পর খেলেছেন পেশোয়ার জালমি ও লাহোরের হয়েও।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status