খেলা
আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ আজ
১৪৬ দিন পর টি-টোয়েন্টি ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার
১৭ মে ২০২৫, শনিবার
বাংলাদেশ দলে টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক লিটন কুমার দাসের পথচলা শুরু হচ্ছে আজ। এর আগে ভারপ্রাপ্ত হয়ে কয়েক দফায় অধিনায়কত্ব করলেও এবার নামে পাশে থাকছে স্থায়ী তকমা। মূলত পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলে প্রস্তুতি নিবে টাইগাররা। শারজায় যার প্রথমটি মাঠে গড়াবে আজ রাত ৯টায়। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে লিটনের অধিনায়কত্বে ৩-০ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। সেবার ভারপ্রাপ্ত লিটন এবার পাকাপাকি দায়িত্বে। ২০২৫ সালে এটাই টাইগারদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। গত বছরের ২০শে ডিসেম্বর ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষবার এই সংস্করণে মাঠে নামে বাংলাদেশ। ১৪৬ দিন পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছে লিটন কুমার দাসের দল।
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য একবারেই দল ঘোষণা করে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেন করবেন সৌম্য সরকার। এরপর অধিনায়ক লিটন কুমার দাস ও সদ্য অধিনায়কত্ব ছাড়া নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়ের পর জাকের আলী! লোয়ার মিডল অর্ডারে শামীম হোসেন পাটোয়ারি থাকবেন। স্পিন আক্রমণের ভার থাকবে সহ অধিনায়ক শেখ মেহেদী ও লেগ স্পিনার রিশাদ হোসেনের উপর। পেস আক্রমণে তাসকিন আহমেদ নেই চোটের কারণে। সবচেয়ে অভিজ্ঞ মোস্তাফিজ খেলবেন শুধু প্রথম ম্যাচ, এরপর যোগ দিবেন আইপিএলে। তানজিম হাসান সাকিব আর শরিফুল ইসলামের উপর থাকবে বাড়তি দায়িত্ব। নাহিদ রানা আর হাসান মাহমুদের উপরও বাড়তি নজর থাকবে।
বাংলাদেশের জন্য মিডল আর লোয়ার মিডল অর্ডারে ভরসা হবেন জাকের ও শামিম। গেলো ওয়েস্ট ইন্ডিজ সফরে বেশ কয়েকটি বিষ্ফোরক ইনিংস খেলেন তিনি। আর বিপিএলে তো শামিম নিজের ব্যাটিং দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন আসর জুড়ে। তবে আলাদা চোখ থাকবে টপ অর্ডারে। ওপেনিংয়ে তামিম আর সৌম্যের অন্তত একজনকে ঝড়ো শুরু এনে দিতে হবে। ৩ নম্বরে ব্যাটিং করবেন লিটন। অধিনায়কত্ব পাওয়ার পর তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আলোচিত হয়েছে ফর্ম। ওয়েস্ট ইন্ডিজে দুর্দান্ত অধিনায়কত্ব করলেও ব্যাট হাতে ছিলেন নিষ্প্রভ। আর শান্তকে এই দুই সিরিজেই নিজেকে প্রমাণ করতে হবে। সেটা না পারলেও আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা থেকে দূরে সরে যেতে পারেন এই বাঁহাতি ব্যাটার।
সংযুক্ত আরব আমিরাতও অনেকদিন পর টি-টোয়েন্টি খেলবে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের লীগে অংশ নেয় তারা। যেখানে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষেই হেরেছিল তারা। যদিও টি-টোয়েন্টি ফরম্যাট ওয়ানডের থেকে ভালো খেলে তারা। এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রিমিয়ার কাপে দুর্দান্ত পারফর্ম করে তারা এশিয়া কাপে জায়গা করে নিয়েছে আরব আমিরাত। তবে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে তারা নিয়মিত খেলার সুযোগ পায় না। গত বছর অবশ্য আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে ১টি জিতেছিল আরব আমিরাত। দলটির সবচেয়ে বড় শক্তির জায়গা অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ২০২১ সালে অভিষেকের পর তিনিই তাদের সর্বোচ্চ রান সংগ্রহাক। যদিও সামপ্রতিক সময়ে তার ব্যাট থেকে রান আসছে না। বাংলাদেশের বিপক্ষে অন্তত লড়াই করতে হলেও ওয়াসিমের রানে ফিরতে হবে। শারজায় এখন ৩০ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে গড় তাপমাত্রা। সে কারণেই ম্যাচ নিয়ে যাওয়া হয়েছে রাত ৯টায়। এই মাঠের উইকেট সম্পর্কে অবশ্য বাংলাদেশি ক্রিকেটারদের ধারণা আছে আগে থেকে। গত বছর আফগানিস্তানের বিপক্ষে এই মাঠেই ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে টাইগাররা। আরব আমিরাত আবার এই মাঠে খুব বেশি টি-টোয়েন্টি খেলেনিও। এই মাঠে সাধারণত ১৭০-৮০ লড়াকু স্কোর। শেষ দুই ম্যাচে দুই ম্যাচে ১৮০ রানের উপর হয়েছে যেটা সহজেই ডিফেন্ড করেছে দলগুলো।