খেলা
বাংলাদেশের জার্সিতে এক ম্যাচ খেলেই আইপিএলে যাবেন মোস্তাফিজ
স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২৫, শনিবার
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলার অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে বাকি ৩ ম্যাচের জন্য গতকাল আনুষ্ঠানিকভাবে এই টাইগার পেসারকে এনওসি প্রদান করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটিতে আগামী ১৮ই মে থেকে ২৪শে মে পর্যন্ত খেলতে পারবেন ‘দ্য ফিজ’।
বর্তমানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতের অবস্থান করছে বাংলাদেশ। দলের সঙ্গে শারজাতেই আছেন মোস্তাফিজ। আজ মধ্যপ্রাচ্যের দলটির বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। পরের ম্যাচ ১৯শে মে। গতকাল প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সিরিজটিতে শুধুমাত্র প্রথম ম্যাচের জন্যই পাওয়া যাবে টাইগার পেসারকে। এদিকে এক সপ্তাহ স্থগিতের পর পুনরায় মাঠে ফিরছে আইপিএল। মোস্তাফিজদের ম্যাচ ১৮ই মে, গুজরাট টাইটান্সের বিপক্ষে। স্বাভাবিকভাবে হয় দিল্লি না হয় জাতীয় দল, যেকোনো একটি ম্যাচ মিস করতেই হতো এই বাঁহাতি পেসারকে। তিনি বাংলাদেশের ম্যাচটিই মিস করছেন। এর আগে ভারত-পাকিস্তান যুদ্ধাবস্থায় বন্ধ হয়ে আইপিএল ও পাকিস্তান সুপার লীগ (পিএসএল)। আগামীকাল একই দিনে ফিরছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটিও। এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিতের আগে বেশিরভাগ বিদেশি ক্রিকেটারই ফিরে গেছেন যার যার দেশে। ধর্মশালায় গত ৮ই মে দিল্লি ও পাঞ্জাবের শেষ ম্যাচে হঠাৎ নিভে যায় স্টেডিয়ামের তিনটি ফ্লাডলাইট। সেদিন প্রাণভয়ে কীভাবে খেলোয়াড় ও তাদের পরিজনরা মাঠ ত্যাগ করে বের হয়ে আসেন, সে ব্যাপারে পরে কথা বলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের স্ত্রী ও দেশটির নারী জাতীয় দলের ক্রিকেটার অ্যালিসা হিলি। দিল্লি জানিয়েছে, আরেক অজি ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগগার্কের জায়গায় নেয়া হয়েছে ফিজকে। অন্যদিকে গতকালই জানা গেছে, চলতি আসরে আর ফিরছেন না দিল্লি পেসার স্টার্ক। বাঁহাতি এই পেসারের সরে যাওয়াতে দলটিতে একমাত্র বিদেশি বাঁহাতি ফাস্ট বোলার মোস্তাফিজই। তাই ফিজের গুরত্বটা যে এখন একটু বেশি, সেটি অনুমেয়ই।
বর্তমানে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাকি রয়েছে আর তিনটি। ১১ ম্যাচে ১৩ পয়েন্টে তালিকার পাঁচে থাকা দলটির প্লে অফে খেলারও জোর সম্ভাবনা রয়েছে। তিন ম্যাচের সবগুলোই জিতলে কোনো সমীকরণ ছাড়াই প্লে অফে খেলবে দিল্লি। সে কারণে বাকি ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই তিন ম্যাচেই খেলবেন মোস্তাফিজুর রহমান। গ্রুপ পর্বে দিল্লির শেষ ম্যাচ ২৪শে মে। পরদিন পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলবে টাইগাররা।