ঢাকা, ১৭ মে ২০২৫, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

রাকিবুলের অলরাউন্ডিং পারফরমেন্স সিরিজ জিতলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২৫, শনিবার
mzamin

জয় দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হার দেখতে হয় বাংলাদেশ ইমার্জিং দলকে। তাই শেষ ম্যাচে দুই দলের জন্যই ছিল অঘোষিত ফাইনাল। এমন ম্যাচে আগে ব্যাটিং করা বাংলাদেশকে অল্প রানেই আটকে রাখে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। তবে স্বল্প পুঁজি নিয়েই শেষ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে আকবর আলীর দল। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে গতকাল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৩৪ রানে হারায় বাংলাদেশের যুবারা। প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে ৪৫.৫ ওভারে ২২৫ রান। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৯১ রানের বেশি করতে পারেনি। ৪ উইকেট নিয়ে প্রোটিয়া যুবাদের ব্যাটিং ধ্বসিয়ে দেন বাঁহাতি স্পিনার রাকিবুল ইসলাম। 
রান তাড়ায় দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে। কেউই ফিফটিও করতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন তায়ান ভ্যান বোরেন।  ৪৭ বলে ৩৭ রান করেন নকোবানি হ্যান্ডস্যাম। রাকিবুল ছাড়া বাংলাদেশের হয়ে ২টি উইকেট করে পান মাহফিজুর রহমান ও ওয়াসী সিদ্দিকী। এর আগে দিনের শুরুতে ব্যাটিং করতে 
নেমে দুই ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ফেরেন ২৬ রানে। দ্রুত বিদায় নেন রায়ান রাফসান ১৯ রান করে। এদিন দলের হাল ধরতেও ব্যর্থ ছিলেন আরিফুল ইসলাম। পরে আকবর আলি দলের হাল ধরার চেষ্টা করেন। তবে দলকে তিনি বেশি পথ দেখাতে পারেননি, ব্যক্তিগত ৩৮ রানে থাকা অবস্থায় পথ ধরেন প্যাভিলিয়নের। ১১৮ রানে ৮ হারিয়ে যখন ধুঁকছিল বাংলাদেশ দল তখন দলের হাল ধরেন  মাহফুজুর রহমান রাব্বি এবং রাকিবুল হাসান।  দুইজন মিলে গড়েন ৮৪ রানের জুটি। ব্যক্তিগত ৪০ বলে ৪২ রান করে ফিরে যান রাকিবুল। তবে অর্ধ-শতক তুলে নেন রাব্বি, ফেরেন ৫৮ রানে।  

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status