খেলা
পেশাদার লীগে প্রথমবার চ্যাম্পিয়ন মোহামেডান
স্পোর্টস রিপোর্টার
১৮ মে ২০২৫, রবিবার
কুমিল্লার ধীরেন্দ্রনাথদত্ত স্টেডিয়ামে রেফারির শেষ বাঁশি বাজতেই ঢাকায় আনন্দে মেতে ওঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড অপ্রত্যাশতিভাবে হেরে গেল ফর্টিস ফুটবল ক্লাবের কাছে। এতে তিন ম্যাচ বাকি রেখে শিরোপা নিশ্চিত হয় মোহামেডানের। কুমিল্লায় বৃষ্টি আর বজ্রপাতে খেলা বন্ধ থাকল কিছুক্ষণ। এরপর এগিয়ে যায় ফর্টিস। মঞ্জুর রহমান মানিকের লাল কার্ডে ১০ জনে পরিণত হওয়ার পর ব্যবধান দ্বিগুণ করল তারা। একটু পর আবাহনী এক গোল শোধ করলেও আর ম্যাচে ফিরতে পারেনি। আবাহনীর এই হারে লীগ শিরোপা নিশ্চিত হয় মোহামেডানের। বাংলাদেশ প্রিমিয়ার লীগে ২৩ বছর পর শিরোপার স্বাদ পেলো মতিঝিল পাড়ার দলটি। সর্বশেষ ২০০২ সালে এই শিরোপার স্বাদ নিয়েছিল মোহামেডানে। আর এই লীগ পেশাদার স্বীকৃতি পাওয়ার পর প্রথমবার চ্যাম্পিয়ন হলো তারা। গতকাল ফর্টিসের বিপক্ষে ২-১ গোলে হেরেছে আবাহনী। ৩ ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করা মোহামেডানের পয়েন্ট ৩৮। ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে কিংস।
এদিন শুরু থেকেই আবাহনীর রক্ষণে আক্রমণ করতে থাকে ফর্টিস। একাদশ মিনিট পা ওমার বাবুর শট রক্ষণে প্রতিহত হয়। ১৮ মিনিট খেলা হওয়ার পর বৃষ্টি আর বজ্রপাতে ম্যাচ বন্ধ করেন রেফারি। ২০ মিনিট আবার খেলা শুরু হতেই পেনাল্টি থেকে গোলের দেখা পায় ফর্টিস। নিখুঁত স্পটকিক থেকে আবাহনী গোলরক্ষক মিতুল মারমাকে পরাস্ত করে ফর্টিসকে এগিয়ে নেন পা ওমার। গাম্বিয়ার এই ফরোয়ার্ডই বঙে ফাউলের শিকার হলেই পেনাল্টি দেন রেফারি। ভারি বৃষ্টিতে মাঠের বেশ কয়েক জায়গায় পানি জমে যায়, মাঠ হয়ে যায় পিচ্ছিল। এতে করে দুই দলের খেলাতেই গতি কমে যায়। প্রথমার্ধে ১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় ফর্টিস। বিরতি থেকে ফিরে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে আবাহনী। কিন্তু ফর্টিসের জমাট রক্ষণে ভাঙন ধরাতে পারছিল না তারা। ৬৫তম মিনিটে ভালো একটি সুযোগ পায় আবাহনী। কিন্তু রাফায়েলের ক্রসে বঙে জটলার ভেতর থেকে এমেকা ওগবাহর শট আটকে দেন ফর্টিস গোলকিপার সারোয়ার জাহান।
১০ মিনিট পর ১০জনের দলে পরিণত ফর্টিস। বল দখলের লড়াইয়ের আবাহনীর সুমন রেজার সাথে সংঘর্ষ বেধে যায় ফর্টিসের মঞ্জুর রহমান মানিকের। প্রতিপক্ষকে কনুই দিয়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন মানিক। সুমন পান হলুদ কার্ড। ৭৭তম মিনিটে স্কোর দ্বিগুণ করেন ফর্টিসের সাজেদ জুম্মন নিঝুম। তার দুরপাল্লার শট ফেরানোর সুযোগই পাননি পোস্ট ছেড়ে বেরিয়ে আসা মিতুল সময়ই পাননি ফিরে যাওয়ার। ৩ মিনিট পর আবাহনীর হয়ে ব্যবধান কমানো গোলটি করেন মোহাম্মদ হৃদয়। রাফায়েল আগুস্তোর ফ্রি কিকে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। এরপর আর বাকি সময়ে একাধিক চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি আবাহনী।